• এবার ইডির মামলায় জামিন চেয়ে হাই কোর্টের দ্বারস্থ শাহজাহান ও ভাই, মিলবে স্বস্তি?
    প্রতিদিন | ২৯ আগস্ট ২০২৫
  • গোবিন্দ রায়: ইডির উপর হামলা, সন্দেশখালিতে রাজনৈতিক অশান্তি ছড়ানো, জমি দুর্নীতি, অবৈধ অস্ত্র কারবার, বিজেপি কর্মী খুন-সহ একাধিক অভিযোগে বিদ্ধ সন্দেশখালির দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা শেখ শাহজাহান। ইতিমধ্যে খুনের অভিযোগে আদালতের নির্দেশে সিবিআই তাঁর বিরুদ্ধে নতুন করে তদন্ত শুরু করেছেন। তাকে চ্যালেঞ্জ করেও মামলা দায়ের করেছেন শাহজাহান। এবার ইডির মামলায় জামিন চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন শেখ শাহজাহান ও তাঁর ভাই আলমগির শেখ। আগামী সোমবার এই মামলার শুনানি হতে পারে বলে হাই কোর্ট সূত্রে খবর।

    শেখ শাহজাহানের বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সির সক্রিয়তা শুরু হয় বছর দুই আগে। উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ শাহজাহান রেশন দুর্নীতিতে অভিযুক্ত সন্দেহে ২০২৪ সালের জানুয়ারিতে ইডি সন্দেশখালিতে অভিযান চালায়। কিন্তু শাহজাহানের অনুগামীরা ইডি আধিকারিকদের উপর হামলা চালিয়ে তাঁদের এলাকাছাড়া করে বলে অভিযোগ। সেই মামলায় প্রায় মাস ছয় পর রাজ্য পুলিশের হাতে গ্রেপ্তার হন শাহজাহান। পরে ইডি তাঁকে গ্রেপ্তার করে। সেই মামলায় আপাতত জেলে তিনি ও তাঁর ভাই আলমগির। এছাড়া সন্দেশখালির আরও দুই তৃণমূল নেতাও জেলে।

    এরই মধ্যে গত মাসে শাহজাহানের বিরুদ্ধে নতুন মামলা দায়ের করে সিবিআই। ২০১৯ সালের লোকসভা ভোটের পর সন্দেশখালিতে অশান্তি তৈরি এবং দুই বিজেপি কর্মীর খুনের নেপথ্যে শাহজাহানের ভূমিকা রয়েছে, এই অভিযোগ ওঠে। এক বিজেপি কর্মীর স্ত্রী অভিযোগ জানান, শাহজাহান জেলে বসেও তাঁদের হুমকি দিচ্ছেন, তাতে তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এনিয়ে ন্যাজাট থানায় অভিযোগ দায়েরের পর কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিজেপি কর্মীর স্ত্রী। তাতে এই মামলার তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়। সেই মামলা চ্যালেঞ্জ করে শাহজাহান পালটা মামলা করেছিলেন। তারই মাঝে এবার ইডির মামলায় জামিন চাইলেন শাহজাহান ও তাঁর ভাই আলমগির শেখ। সূত্রের খবর, আগামী সোমবার ১ সেপ্টেম্বর এই মামলার শুনানি হতে পারে বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে।
  • Link to this news (প্রতিদিন)