• অঙ্কে ভীতি কাটাতে ল্যাবরেটরি স্কুলে
    আনন্দবাজার | ২৮ আগস্ট ২০২৫
  • অঙ্কের নাম শুনলেই ভয় পায় অনেক পড়ুয়া। ভয় থেকেই বিষয়টার উপরে আগ্রহ হারিয়ে ফেলে অনেকে। গণিতের প্রতি পড়ুয়াদের এই ভীতি দূর করতে গাইঘাটার বেণীমাধব উচ্চ বালিকা বিদ্যালয়ে তৈরি হল গণিতের ল্যাবরেটরি। স্কুল কর্তৃপক্ষের দাবি, অঙ্ককে হাতেকলমে শেখানোর জন্যই এই উদ্যোগ।

    স্কুল সূত্রে জানা গিয়েছে, ভারতীয় গণিতবিদ শ্রীনিবাস রামানুজনের নামে নামাঙ্কিত এই গবেষণাগারে পঞ্চাশেরও বেশি মডেল রাখা হয়েছে। এগুলি ব্যবহার করে পড়ুয়ারা সরাসরি প্র্যাকটিক্যাল পদ্ধতিতে অঙ্ক শেখার সুযোগ পাচ্ছে। বনগাঁর গাঁড়াপোতা হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক ও গণিতবিদ মনোতোষকুমার মিত্রের আর্থিক অনুদান এবং বিদ্যালয়ের অঙ্ক শিক্ষিকা পামেলা মুখোপাধ্যায়ের প্রচেষ্টায়ই ল্যাবরেটরিটি গড়ে ওঠে। কয়েক দিন আগে এর আনুষ্ঠানিক উদ্বোধন হলেও তার আগেই ছাত্রীরা সেখানে ক্লাস শুরু করেছিল। উদ্বোধনের দিনে আশপাশের প্রায় কুড়িটি স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের ল্যাবরেটরির কার্যপ্রণালী দেখানো হয়।

    স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মোহনা মিত্র বলেন, “অঙ্ক পরীক্ষার আগে ছাত্রীরা প্রায়ই ছুটি চায়। অনেকেই অঙ্ক না বুঝে মুখস্ত করে। তাদের ভয় কাটাতেই এই ল্যাবরেটরি তৈরি করা হয়েছে। চোখে দেখে, হাতে নেড়ে অঙ্ক শেখার ফলে পড়াশোনায় আনন্দ ও মনোযোগ বাড়ছে ছাত্রীদের।”

    মনোতোষ বলেন, “অঙ্ককে ঘিরে ছাত্রছাত্রীদের ভীতি কাটানোর চিন্তা অনেক দিনের। এ বার বাস্তব রূপ দিতে পেরে ভাল লাগছে। আশা করি, আগামী দিনে অন্য স্কুলও এমন পদক্ষেপ করবে।”

    বিদ্যালয় সূত্রের দাবি, উত্তর ২৪ পরগনায় এই প্রথম কোনও স্কুলে গণিতের জন্য আলাদা ল্যাবরেটরি তৈরি হল। প্রয়োজনে অন্যান্য স্কুলের পড়ুয়ারাও এখানে বিশেষ সময়ে ক্লাস করতে পারবে। ল্যাবরেটরি পেয়ে খুশি ছাত্রীরাও। দশম শ্রেণির ছাত্রী ঈশানী মণ্ডল বলে, “এত দিন অঙ্ক মুখস্থ করতাম। এখন হাতেকলমে দেখার ফলে বুঝে নিয়ে অঙ্ক করতে পারছি। ভয় কাটছে। অঙ্ক করতে ভালও লাগছে।’’
  • Link to this news (আনন্দবাজার)