শহিদ ক্ষুদিরাম থেকে টালিগঞ্জ পর্যন্ত দীর্ঘ ক্ষণ বন্ধ থাকবে মেট্রো, কবে, কখন
আনন্দবাজার | ২৮ আগস্ট ২০২৫
শহিদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তম কুমার (যা টালিগঞ্জ নামেই বেশি পরিচিত) পর্যন্ত মেট্রো চলাচল দীর্ঘ ক্ষণ বন্ধ থাকবে রবিবার, অর্থাৎ আগামী ৩১ অগস্ট। ওই দিন বিকেল ৪টে পর্যন্ত ওই পথে চলবে না মেট্রো, জানিয়েছেন কর্তৃপক্ষ। টালিগঞ্জ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো চলাচল ওই সময়ে স্বাভাবিকই থাকবে। রবিবার বেশির ভাগ অফিস, স্কুল, কলেজ বন্ধ থাকলেও ওই দিন পিএসসির ‘মিসলেনিয়াস মেনস’ পরীক্ষা রয়েছে। ফলে সমস্যায় পড়তে পারেন পরীক্ষার্থীদের একাংশ। অনেকেরই পুজোর বাজার করার পরিকল্পনা রয়েছে। তাঁরাও বিপাকে পড়তে পারেন।
মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, শহিদ ক্ষুদিরাম স্টেশনে একটি টার্ন আউট বসানো হবে। সে কারণে শনিবার, ৩০ অগস্ট রাত ১১টা থেকে ৩১ অগস্ট দুপুর ৩টে পর্যন্ত শহিদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ থাকবে। রবিবার বিকেল ৪টে থেকে শুরু হবে ওই লাইনে মেট্রো চলাচল। ওই দিন সকাল ৭টা থেকে মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বরের মধ্যে মেট্রো চলাচল চালু হয়ে যাবে।
ওই দিন গ্রিন লাইনে (হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ) ৯টার পরিবর্তে সকাল ৮টা থেকে শুরু হবে মেট্রো চলাচল। কর্তৃপক্ষ জানিয়েছেন, পরীক্ষার কারণে ওই ব্যবস্থা করা হয়েছে। এমনিতে গ্রিন লাইনে রবিবার সকাল ৯টা থেকে পরিষেবা শুরু হয়।