• আপনার ছেলে ICC চেয়ারম্যান হল কী করে? পরিবারতন্ত্র নিয়ে অমিত শাহকে তোপ মমতার
    প্রতিদিন | ২৮ আগস্ট ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠাদিবসের অনুষ্ঠান মঞ্চে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানায় এবার বিজেপির পরিবারতন্ত্র। ঝাঁজাল বক্তৃতায় মুখ্যমন্ত্রী সাফ জানালেন, বারবার নিজেদের পরিবারতন্ত্রের বিরোধী বলে দাবি করে গেরুয়া শিবির। কিন্তু অমিত শাহর (Amit Shah) পুত্র জয় শাহ আইসিসি চেয়ারম্যান পদে বসে পড়েছেন। এছাড়াও নাম না করে বেশ কয়েকজন নেতামন্ত্রীকেও নিশানা করেছেন মমতা।

    বৃহস্পতিবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান মঞ্চ থেকে একাধিক ইস্যুতে সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বিজেপির বিরুদ্ধে কেন্দ্রীয় বঞ্চনা থেকে এনআরসি প্রসঙ্গে একহাত নেন তিনি। ‘ভাষা সন্ত্রাস’ নিয়েও আরও একবার গর্জে ওঠেন মমতা। একইসঙ্গে সুর চড়িয়েছেন বিজেপির পরিবারতন্ত্র নিয়ে। বিশেষত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আক্রমণ করেছেন মমতা।

    এদিনের সভামঞ্চ থেকে তৃণমূল সুপ্রিমো বলেন, “জয় শাহ আইসিসি চেয়ারম্যান কী করে হলেন? রাজনীতি করেন না, রাজনীতি থেকে এক পয়সা উর্পাজন নেই কিন্তু আইসিসির হাজার হাজার কোটি টাকার ব্যাপার।” মুখ্যমন্ত্রীর কথায়, আইসিসি চেয়ারম্যান মানেই বিরাট আর্থিক ক্ষমতার অধীশ্বর, সেটা সাধারণ মানুষ বোঝেন। সেই কারণেই আইসিসি চেয়ারম্যানের পদে বসানো হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর পুত্রকে। তাই যারা পরিবারতন্ত্রের বিরুদ্ধে সুর চড়ান, সেই বিজেপির উচিত এবার নিজেদের দিকে তাকানো।

    উল্লেখ্য, গত বছর ডিসেম্বর মাসে আইসিসির মসনদে বসেন জয় শাহ। ইতিহাসে কনিষ্ঠতম হিসাবে আইসিসি চেয়ারম্যান হয়েছেন। আগস্ট মাসেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইসিসির সর্বোচ্চ পদে নির্বাচিত হয়েছিলেন তিনি। ২০১৯-এ বিসিসিআইয়ের সচিব হন তিনি। এর সঙ্গে এশিয়া ক্রিকেট সংস্থার প্রেসিডেন্টের দায়িত্বেও ছিলেন। এবার ক্রিকেট প্রশাসনে তাঁর উত্থান নিয়ে প্রশ্ন তুলে দিলেন মমতা। যদিও জয় শাহ আইসিসি চেয়ারম্যান হওয়ার পর মমতা শুভেচ্ছা জানিয়ে অমিত শাহকে লিখেছিলেন, রাজনীতিবিদের থেকেও বড় হয়েছে আপনার ছেলে। সেই খোঁচার পরেই ফের তোপ মমতার।
  • Link to this news (প্রতিদিন)