পিছিয়ে পড়েও জয় সাত্ত্বিক-চিরাগের, বিশ্ব ব্যাডমিন্টনের কোয়ার্টার ফাইনালে ভারতীয় জুটি
আনন্দবাজার | ২৮ আগস্ট ২০২৫
বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে বৃহস্পতিবার দাপট দেখালেন ভারতীয় তারকারা। তিনটি ম্যাচই জিতলেন তাঁরা। প্রথমে ভারতের মিক্সড ডবলস জুটি ধ্রুব কপিলা ও তানিশা ক্রাস্টো পিছিয়ে পড়ে নিজেদের ম্যাচ জেতেন। তার পরে মহিলাদের সিঙ্গলসে চিনা প্রতিপক্ষকে উড়িয়ে দেন পিভি সিন্ধু। দিনের শেষ ম্যাচ জিতলেন সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেট্টি। পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত চিনা প্রতিপক্ষকে হারালেন (১৯-২১, ২১-১৫, ২১-১৭) তাঁরা। কোয়ার্টার ফাইনালে উঠল ভারতীয় জুটি।
নবম বাছাই সাত্ত্বিক-চিরাগের খেলা ছিল ষষ্ঠ বাছাই চিনের লিয়াং ওয়েই কেং ও ওয়াং চাংয়ের বিরুদ্ধে। গত কয়েক মাসে চোটের কারণে অনেক প্রতিযোগিতায় নামতে পারেননি সাত্ত্বিক-চিরাগ। ফলে শুরুতে একটু বোঝাপড়ায় সমস্যা হচ্ছিল তাঁদের। তারই ফয়দা তুলে চিনা জুটি বেশ খানিকটা এগিয়ে যায়। কিন্তু হাল ছাড়েননি সাত্ত্বিকেরা। লড়াই করেন তাঁরা। ম্যাচে ফেরেনও। কিন্তু ব্যবধান বেড়ে যাওয়ায় শেষ পর্যন্ত প্রথম গেম হারতে হয় তাঁদের।
দ্বিতীয় গেমে অবশ্য দেখা গেল সেই পুরনো সাত্ত্বিক-চিরাগকে। সেই বোঝাপড়া। সেই দ্রুত র্যালি। প্রথম কয়েকটি পয়েন্টে লড়াই হলেও তার পর এগিয়ে যায় ভারতীয় জুটি। দ্রুত ব্যবধান বাড়াতে থাকে তারা। একটা সময় ১১-২ এগিয়ে গিয়েছিলেন সাত্ত্বিকেরা। বোঝা যাচ্ছিল, এই গেমে আর ফিরতে পারবে না চিনা জুটি। হলও তাই। দ্বিতীয় গেম জিতে সমতা ফেরায় ভারতীয় জুটি।
তৃতীয় গেমে টান টান লড়াই। কেউ কাউকে এক ইঞ্চি জমিও ছাড়ছিলেন না। এক বার ভারতীয় জুটি এগোচ্ছিল, তো পর ক্ষণেই চিনা জুটি এগিয়ে যাচ্ছিল। বোঝা যাচ্ছিল, সহজে এই গেমের ফয়সালা হবে না। কিন্তু এক বার সাত্ত্বিক-চিরাগ ছন্দ পেয়ে গেলে প্রতিপক্ষের কতটা চাপ হয় তা দেখা গেল এই ম্যাচে। চাপে পড়ে ভুল করলেন চিনা খেলোয়াড়েরা। তার ফল ভুগতে হল তাঁদের। ভারতীয় জুটির কাছে হেরে বিদায় নিতে হল তাঁদের।