জম্মু ও কাশ্মীরে অনুপ্রবেশের চেষ্টা ভেস্তে দিল সেনা, খতম দুই জঙ্গি
বর্তমান | ২৯ আগস্ট ২০২৫
বিশেষ সংবাদদাতা, শ্রীনগর: নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা ভেস্তে দিল ভারতীয় সেনা। নিকেশ দুই জঙ্গি। বৃহস্পতিবার ভোরে উত্তর কাশ্মীরের বন্দিপোরা জেলার গুরেজ সেক্টরে ঘটনা ঘটেছে। ওই এলাকায় আরও কোনও জঙ্গি লুকিয়ে রয়েছে কি না, তা খতিয়ে দেখতে চলছে চিরুনি তল্লাশি।
এক বিবৃতিতে সেনা জানিয়েছে, গুরেজ সেক্টরের নৌশেরা নারে নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করছিল একদল জঙ্গি। বিষয়টি টের পেয়ে সেনার চিনার কোর এবং জম্মু ও কাশ্মীর পুলিস অভিযান শুরু করে। এরইমধ্যে জঙ্গিরা গুলি চালায়। পাল্টা জবাব দেয় সেনাও। এই গুলির লড়াইয়ে মৃত্যু হয় দুই জঙ্গির। বাকিরা ফের পাকিস্তানে পালিয়ে যায়। তবে ওই এলাকায় অভিযান শেষ হয়নি। গোটা এলাকা ঘিরে রেখে চলছে তল্লাশি।
চলতি মাসের শুরুতে ‘অপারেশন আখাল’ শুরু করেছিল সেনা, পুলিস ও সিআরপিএফের সম্মিলিত টিম। তিন জঙ্গিকে খতম করেছিল বাহিনী। এছাড়াও গত মাসে শ্রীনগরে ‘অপারেশন মহাদেব’ চালিয়ে পহেলগাঁও হামলার সঙ্গে জড়িত তিনজন জঙ্গিকে নিকেশ করে নিরাপত্তা বাহিনী।