মণিপুরে নতুন করে ভোট: মোদির নীরবতা নিয়ে প্রশ্ন তুলল কংগ্রেস
বর্তমান | ২৯ আগস্ট ২০২৫
বিশেষ সংবাদদাতা, ইম্ফল: এন বীরেন সিংয়ের নেতৃত্বাধীন বিজেপি সরকারের পদত্যাগের পর মণিপুরে জারি রয়েছে রাষ্ট্রপতি শাসন। এই পরিস্থিতিতে হিংসাবিধ্বস্ত রাজ্যে অবিলম্বে নতুন করে বিধানসভা নির্বাচনের দাবি জানাল কংগ্রেস। তাদের বক্তব্য, নয়া জনাদেশই শান্তি ফিরিয়ে আনতে পারে। বৃহস্পতিবার ইম্ফলে ‘ভোট চোর, গদি ছোড়’ শীর্ষক সমাবেশের
আয়োজন করে হাত শিবির। সেখানে সাংসদ তথা মণিপুরে দলের দায়িত্বপ্রাপ্ত নেতা সপ্তগিরি শঙ্কর উলাকা বলেন, মণিপুরের জনগণের নতুন সরকার নির্বাচনের অধিকার রয়েছে। কিন্তু কেন্দ্রের মোদি সরকার সেই অধিকারে লাগাম পরিয়ে রেখেছে। তিনি বলেন, ‘আমাদের দাবি খুবই সাধারণ। আমরা মণিপুরে নতুন নির্বাচন চাই। আর সেই নির্বাচিত সরকারই রাজ্যের চলতি সমস্যাগুলির সমাধান করতে পারে।’ উলকা বলেন, রাজ্য বিধানসভার ৬০ আসনের মধ্যে ৫৫টিই বিজেপি ও তার শরিকদের দখলে। অথচ গত ফেব্রুয়ারি থেকে রাজ্যে রাষ্ট্রপতি শাসন চলছে। আইনশৃঙ্খলার পাশাপাশি রাজ্যের এই সাংবিধানিক সংকট নিয়েও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নীরবতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
কংগ্রেসের বরাবরের অভিযোগ, মণিপুরের পরিস্থিতি নিয়ে সম্পূর্ণ উদাসীন মোদি। তাদের প্রশ্ন, মোদি মণিপুরের পরিস্থিতি নিয়ে কেন মুখে কুলুপ এঁটে রয়েছেন? কবে উত্তর-পূর্বের এই রাজ্যে আসবেন তিনি? এদিন ফের একই প্রশ্ন তুলেছেন উলকা। মণিপুরে নির্বাচন ঘোষণার দাবি আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা করেছে কংগ্রেস নেতৃত্ব।