চীন সফরে জিনপিং ও পুতিনের সঙ্গে ত্রিপাক্ষিক বৈঠকের সম্ভাবনা মোদির, মার্কিন সফর বাতিল জাপানের প্রতিনিধি দলের
বর্তমান | ২৯ আগস্ট ২০২৫
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ডোনাল্ড ট্রাম্পের শুল্ক যুদ্ধের মোকাবিলায় ভারত, চীন, রাশিয়ার মধ্যে ক্রমেই নতুন অক্ষ তৈরির সম্ভাবনা জোরালো হচ্ছে। আগামী ৩১ আগস্ট চীনে আয়োজিত সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের সম্মেলনে এই তিন রাষ্ট্রপ্রধানের মিলিত হওয়ার কথা। ঠিক তার আগেই জাপান থেকেও দুঃসংবাদ এল ট্রাম্পের জন্য। ট্রাম্পের আগ্রাসী বিবৃতি এবং জাপানের উপর বলবৎ করা শুল্কের জবাবে আচমকাই মার্কিন সফর বাতিল করে দিল জাপানের বাণিজ্য দপ্তরের প্রতিনিধিদল। জানা গিয়েছে, আমেরিকার সঙ্গে জাপানের ৫৫ হাজার কোটি ডলারের লগ্নি চুক্তি হওয়ার কথা। সেই চুক্তিতে স্বাক্ষর সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নিতেই মার্কিন মুলুকে যাওয়ার কথা ছিল জাপানের প্রতিনিধিদলের। আজই ছিল সেই বৈঠক। কিন্তু শেষ মুহূর্তে, বৃহস্পতিবার সেই সফর বাতিল করে দেয় জাপান। উল্লেখ্য, জাপানের প্রতিনিধিদলের আমেরিকা সফর বাতিলের ২৪ ঘণ্টা পরেই সেদেশে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
ডোনাল্ড ট্রাম্পের জন্য উদ্বেগজনক বার্তা এসেছে উত্তর কোরিয়া থেকেও। সদ্য বিশ্বকে চমকে দিয়ে উত্তর কোরিয়ার শাসক কিম জং উনের সঙ্গে দেখা করতে চেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। সেই আবহেই কিম আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন, চীনের আহ্বানে সেদেশের সামরিক প্যারেডে যোগ দিতে পারেন তিনি। যা থেকে একটা বিষয় স্পষ্ট, আমেরিকা বিরোধী একটি অক্ষ নির্মাণের নেপথ্য কারিগর হতে চলেছে চীন। সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনে ২০টি দেশ যোগ দেবে। বৃহস্পতিবার বিদেশ মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, মোদি এবং জিনপিংয়ের বৈঠক হবে ৩১ আগস্ট। আগামী ১ সেপ্টেম্বর পুতিনের সঙ্গে বৈঠক করবেন মোদি। তবে সবথেকে বেশি আগ্রহ পুতিন, মোদি এবং জিনপিংয়ের বৈঠকের সম্ভাবনা ঘিরে। তিন রাষ্ট্রনেতা কি একসঙ্গে ত্রিপাক্ষিক বৈঠক করবেন? আনুষ্ঠানিকভাবে কোনও ঘোষণা না হলেও জানা যাচ্ছে, সেই সম্ভাবনা প্রবল। আর তিন পক্ষই সেই প্রস্তুতিতে ব্যস্ত। যার ফলে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের এই সম্মেলনের দিকে তাকিয়ে গোটা বিশ্বের কূটনৈতিক মহল। - ফাইল চিত্র