• মুম্বইয়ে বহুতল বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭
    বর্তমান | ২৯ আগস্ট ২০২৫
  • মুম্বই: গণেশ চতুর্থী উৎসবের মধ্যেই বিপর্যয় মহারাষ্ট্রে। মুম্বই সংলগ্ন বিরার এলাকায় বহুতল ভেঙে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হল ১৭। ধ্বংসস্তূপ থেকে বৃহস্পতিবার আরও দুটি দেহ উদ্ধার করা হয়েছে। ভাসাই-বিরার পুরসভার দমকল বিভাগ ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী একযোগে উদ্ধার কাজ চালাচ্ছে। মঙ্গলবার গভীর রাতে ভাসাই তালুকের রমাবাই নামে চারতলা আবাসনের একটি অংশ ভেঙে পড়ে। এখনও পর্যন্ত ৯ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে দু’জন হাসপাতালে চিকিৎসাধীন। 

    ইতিমধ্যে বহুতলটির প্রোমোটারকে গ্রেপ্তার করেছে পুলিস। বৃহস্পতিবার মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণের কথা ঘোষণা করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। শোকজ্ঞাপন করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও। পুলিস জানিয়েছে, রাত ১২টা ৫ মিনিট নাগাদ বহুতলটি ভেঙে পড়ে। ঘটনার সময় একটি শিশুর জন্মদিন উপলক্ষ্যে জন্মদিনের পার্টি চলছিল। অতিথিরা হাজির ছিলেন। আচমকাই বহুতলের একাংশ ভেঙে পড়লে তার নীচে চাপা পড়েন অন্তত ৩০ জন। এদিকে বহুতলের পাশের ভবনটিও বিপজ্জনক হওয়ায় সেখানকার বাসিন্দাদের সরিয়ে দেওয়া হয়েছে। প্রয়োজনীয় অনুমতি ছাড়াই অভিশপ্ত বহুতলটি তৈরি হয়েছিল বলে অভিযোগ। -পিটিআই 
  • Link to this news (বর্তমান)