• কৃষিক্ষেত্রে দেশীয় উৎপাদন বাড়াতে জোর কেন্দ্রের, রাজ্যে রাজ্যে সফরে যাচ্ছেন মন্ত্রী, মার্কিন শুল্ক মোকাবিলায় নয়া পদক্ষেপ মোদি সরকারের
    বর্তমান | ২৯ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ভারতের উপরে ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফলে ভোজ্য তেল এবং ডাল আমদানিতে সমস্যা বাড়বে পারে বলে আশঙ্কায় কেন্দ্র। এই পরিস্থিতিতে বিদেশি দ্রব্যের উপর নির্ভরতা কমিয়ে দেশীয় উৎপাদন বাড়াতে জোর দিচ্ছে মোদি সরকার। কৃষকদের উদ্দেশে বৃহস্পতিবার কেন্দ্রীয় কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহানের বার্তা, স্বদেশিই শক্তি। তাই ভারতকে এগতে হলে দেশীয় উৎপাদনে জোর দিতে হবে। তাহলেই কৃষকদেরই উন্নতি হবে। দেশও আত্মনির্ভর হবে।

    মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, কৃষিতে উৎপাদন বাড়ানোর লক্ষ্যে আগামী ৩-১৮ অক্টোবর ‘বিকশিত কৃষি সংকল্প অভিযান’ শুরু করছেন মন্ত্রী। এই অভিযানে বিভিন্ন রাজ্য পরিদর্শন করবেন তিনি। পাশাপাশি, কৃষি বিজ্ঞানীদের ময়দানে নামানো হবে। তাঁরা সরাসরি কৃষকদের সঙ্গে কথা বলবেন। জানতে চাইবেন তাঁদের সমস্যা সম্পর্কে। একইসঙ্গে কীভাবে চাষ করলে উৎপাদন বৃদ্ধি পাবে, তা নিয়েও পরামর্শ দেবেন বিজ্ঞানীরা। উল্লেখ্য, ২০২২ সালের কৃষকদের উপার্জন দ্বিগুন করার প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই লক্ষ্যমাত্রা এখনও পূরণ হয়নি। আত্মনির্ভরতার ক্ষেত্রেও সম্পূর্ণ সফল হননি। বিদেশ থেকে আমদানি চলছেই।

    এর মধ্যেই দু’দফায় মোট ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছে ভারত। ‘বন্ধু’ মার্কিন প্রেসিডেন্ট ভারতের উপর অত্যধিক শুল্ক চাপানোয় স্ট্র্যাটেজি বদল করার কথা ভাবছে কেন্দ্রও। যদিও রাতারাতি তা হবে না বলেই মত ওয়াকিবহাল মহলের। তবে শুরু হয়েছে উদ্যোগ। 

    কৃষির পাশাপাশি তৈলবীজ, ডাল, ডেয়ারি, ফল উৎপাদন বাড়ানোর লক্ষ্যমাত্রাও নেওয়া হয়েছে। কৃষিমন্ত্রীর বার্তা, রাজ্যগুলির সঙ্গে যোগাযোগ বাড়িয়ে স্বদেশি উৎপাদনেই জোর দিতে হবে।
  • Link to this news (বর্তমান)