দুর্গা ও কালীপুজোয় পর্যটন দপ্তরের উত্তরের সমস্ত লজের রুম হাউসফুল
বর্তমান | ২৯ আগস্ট ২০২৫
সঞ্জিত সেনগুপ্ত, শিলিগুড়ি: পাহাড় ও ডুয়ার্সে পুজোর ভ্রমণে সরকারি লজের চাহিদা ব্যাপক। কিন্তু এবারের পুজোর ভ্রমণে রাজ্য পর্যটন দপ্তরের কোনও লজেই আর জায়গা নেই। পাহাড় থেকে সমতল, পর্যটন দপ্তরের প্রত্যেকটি লজ হাউসফুল হয়ে গিয়েছে। দুর্গাপুজো এমনকী কালীপুজোতে কোথাও কোনও রুম খালি নেই।
আগামী ২০ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে পুজোর ভ্রমণের মরশুম। দলে দলে দেশ বিদেশের পর্যটক আসতে শুরু করবেন। আন্তরিক পরিষেবায় তাঁদের আপ্যায়ণ করার জন্য প্রস্তুত রাজ্য পর্যটন দপ্তর। এজন্য লজের কর্মীদের প্রশিক্ষণ দেওয়া সহ যাবতীয় প্রস্তুতি সাড়া।
পর্যটকদের পুজোর ভ্রমণ আনন্দদায়ক করতে তাঁদের খাদ্য তালিকাতেও থাকছে চমক। বাঙালিয়ানায় স্থানীয় জনপ্রিয় খাবারের থালা সাজিয়ে দেওয়া হবে। থাকবে তিস্তার জনপ্রিয় সুস্বাদু বোরলি মাছ। পর্যটন দপ্তরের এখানকার প্রত্যেকটি লজেই বোরলি মাছ বিশেষ আকর্ষণ। এছাড়া পুজোর দিনগুলিতে মেনুতে বিশেষ বিশেষ কিছু খাবার থাকবে। রাজ্য পর্যটন দপ্তরের ডেপুটি ডিরেক্টর জ্যোতি ঘোষ বলেন, গতবছর পুজোর ভ্রমণে ঘুরতে আসা পর্যটকরা আমাদের পরিষেবা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। এবারও সকলের পুজোর ভ্রমণ যাতে আনন্দময় হয় সেজন্য আমরা সবরকম প্রস্তুতি নিয়েছি। পর্যটনমন্ত্রী সব ঘুরে দেখে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে গিয়েছেন।
পুজোর ভ্রমণের প্রস্তুতির জন্য অফ সিজনকে বেছে নেওয়া হয়। ডেপুটি ডিরেক্টর বলেন, পুজোর ভ্রমণের মরশুমের আগে সেভাবে পর্যটক থাকে না। এই সময়টা আমাদের লজের প্রতিটি কর্মীকে প্রশিক্ষণ দেওয়া হয়। পর্যটকদের সঙ্গে কী ধরনের ব্যবহার করতে হবে, পরিষেবার মধ্য দিয়ে কীভাবে সন্তুষ্ট করা যায়, এই দিকগুলি নিয়ে তাঁদের বোঝানো হয়েছে। এই প্রশিক্ষণের পাশাপাশি এ সময়ে লজগুলির প্রয়োজনীয় সংস্কারের কাজও করা হয়েছে। সব মিলিয়ে আমরা পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুত। এখন পাহাড়, ডুয়ার্স ও তরাই মিলিয়ে রাজ্য পর্যটন দপ্তরের অধীনে ১৫টি লজ চালু রয়েছে। কালিম্পং, দার্জিলিং ও কার্শিয়াংয়ে মোট পাঁচটি লজ রয়েছে পর্যটন দপ্তরের। বাকি ১০টি লজ রয়েছে সমতলে। ডুয়ার্সের মূর্তি, বাতাবাড়ি, টিলাবাড়ি, গজলডোবা লজে বিশেষ জনপ্রিয়তা রয়েছে। মূর্তি নদীর পাশে অনেকটা জায়গা নিয়ে কটেজ গড়ে উঠেছে। সামনে সুন্দর করে সাজানো লন। পরিবার নিয়ে এখানে সকাল-সন্ধ্যা সুন্দর কাটানো যায়। পাশেই রয়েছে মূর্তি নদী। ইচ্ছে মতো সেই সৌন্দর্য উপভোগ করার সুযোগ রয়েছে। প্রাকৃতিক সৌন্দর্যের কারণে ডুয়ার্সের বাকি লজগুলিও সমান আকর্ষণীয়।
পর্যটন দপ্তরের এই লজগুলি ভ্রমণের ১৮০ দিন আগে থেকেই বুকিং শুরু হয়ে যায়। সেইমতো পুজোর ভ্রমণের বুকিং অনেকদিন আগেই শেষ হয়ে গিয়েছে বলে জানান ডেপুটি ডিরেক্টর। তিনি বলেন, এখনও বুকিং নিয়ে ফোন আসছে। কিছু করার নেই। আমরা নিরুপায়।