জেলার প্রতিটি ব্লকের হাঁড়ির খবর ক্যামাক স্ট্রিটের হাতে, অভিষেকের বৈঠকের আগে ত্রস্ত নেতারা
বর্তমান | ২৯ আগস্ট ২০২৫
নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: আজ, শুক্রবার ক্যামাকস্ট্রিটে পূর্ব বর্ধমান জেলার নেতাদের সঙ্গে ম্যারাথন বৈঠক করবেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। দু’দফায় বৈঠক হবে। দলের জেলা সভাপতি, চেয়ারম্যান সহ সব বিধায়কদের ডাকা হয়েছে। এছাড়া যুব, মহিলা সহ শাখা সংগঠনের সভাপতিরা বৈঠকে যোগ দেবেন। বৈঠক ঘিরে রক্তচাপ বেড়ে গিয়েছে নেতানেত্রীদের। কারণ অনেক আগেই প্রতিটি নেতার সম্পর্কে যাবতীয় তথ্য ক্যামাকস্ট্রিটে জমা পড়েছে। সহযোগী সংস্থা ছাড়াও ক্যামাকস্ট্রিটের নিজস্ব সোর্সও তথ্য জমা করেছেন। ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করার সুযোগ থাকছে না। উল্টে নেতাদের সামনে তথ্য তুলে ধরে ব্যাখা চাওয়া হতে পারে।
তৃণমূল সূত্রে জানা গিয়েছে, লোকসভা নির্বাচনে নজরকাড়া সাফল্য পাওয়া গেলেও নেতৃত্ব আত্মতুষ্টিতে ভুগতে নারাজ। তবে, জেলার শহরগুলিতে শাসক দল পিছিয়ে রয়েছে। বহু হেভিওয়েট নেতার ওয়ার্ড বা বুথে দল পিছিয়ে পড়েছে। নেতারা কেন নিজের এলাকায় জয় পাচ্ছেন না, সেই তথ্যও সহযোগী সংস্থা ক্যামাকস্ট্রিটে জমা করেছে। তাছাড়া লোকসভা নির্বাচনের পর মন্তেশ্বর, মেমারি, মঙ্গলকোট এবং আউশগ্রাম ব্লকে দলের কোন্দল মাথাচাড়া দিয়েছে। মন্তেশ্বর ব্লকে সংঘর্ষ হয়েছে। খোদ মন্ত্রী আক্রান্ত হয়েছিলেন। সেই ঘটনায় দল চাপে পড়ে। গোষ্ঠী কোন্দল মেটাতে ক্যামাকস্ট্রিট থেকে কড়া দাওয়াই দেওয়া হতে পারে। এছাড়া চার-পাঁচটি ব্লকের সভাপতি বদল হতে পারে। তাঁদের কেউ কেউ একাধিক পদে রয়েছেন, আবার কারও বিরুদ্ধে অন্য অভিযোগ রয়েছে। শহর সভাপতি পদে একাধিক জায়গায় নতুন মুখ আনার সম্ভবনা রয়েছে। যুব সংগঠনেরও পাঁচ থেকে ছ’টি ব্লকের সভাপতি পদে বদল হবে। এছাড়া বুথ সভাপতি পদেও রদবদল হবে। পুজোর আগেই সমস্ত প্রক্রিয়া শেষ করে নেতৃত্ব নতুন উদ্যমে ঝাঁপাতে চাইছে।
দলীয় সূত্রে আরও জানা গিয়েছে, প্রথমে ঠিক হয়েছিল, দুই বর্ধমানের নেতাদের সঙ্গে ক্যামাকস্ট্রিটে বৈঠক করা হবে। চারদিন আগে জানানো হয়, শুধু পূর্ব বর্ধমান জেলার নেতাদের সঙ্গে বৈঠক করা হবে। সকাল থেকে বিকেল পর্যন্ত দু’দফায় বৈঠক করবে। দলের এক নেতা বলেন, সহযোগী সংস্থা এলাকায় ঘুরে তথ্য সংগ্রহ করেছে। নেতারা এলাকায় কী করছেন, তাঁরা সংগঠনে কতটা সময় দেন, ভাবমূর্তি কেমন রয়েছে, সেসব তথ্য তাঁরা এলাকায় ঘুরে সংগ্রহ করেছেন। নেতাদের সঙ্গেও আলাদাভাবে বৈঠক করেছেন। বিধানসভা নির্বাচনে প্রার্থী হিসেবে নেতারা কাকে দেখতে চাইছেন, সেটাও জানতে চাইছেন। অনেকেই বিকল্প নাম বলেছেন। কেউ কেউ আবার নিজেকেই বিধানসভা নির্বাচনে টিকিটের দাবিদার বলে দাবি করেছেন। সেসব তথ্য ক্যামাকস্ট্রিটের হাতে রয়েছে। তাই এই দিনের বৈঠক সাদামাটা হবে না, সেটা স্পষ্ট বোঝা গিয়েছে। কোন নেতার সামনে কী প্রশ্ন আসে, সেটা ভেবে অনেকের ঘুম চলে গিয়েছে।