নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: পুজোর কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। নির্বিঘ্নে পুজো করার জন্য কমিটিগুলির সঙ্গে টিটাগড় পুরসভার কনফারেন্স রুমে সমন্বয় বৈঠক করল প্রশাসন। বৈঠকে প্রতিটি পুজো কমিটিকে সিসি ক্যামেরা বসানোর নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে জানানো হয়েছে, ডিজে সাউন্ড সিস্টেম ব্যবহার নিষিদ্ধ। এছাড়া মণ্ডপে ঢোকা এবং বেরনোর জন্য আলাদা রাস্তা রাখতে নির্দেশ দেওয়া হয়েছে পুজো কর্তাদের। নিয়োগ করতে হবে নিরাপত্তারক্ষীও। বারাকপুরের পুরপ্রধান উত্তম দাস বলেন, ‘বারাকপুর শহরে ১৬০টি পুজো হয়। পুলিশ কিছু গাইডলাইনের কথা বলে দিয়েছে। শহরে অনেক বড় পূজো হয়। আরও ভালো করে করার বিষয়ে আলোচনা হয়েছে।’ টিটাগড়ের পুরপ্রধান কমলেশ সাউ বলেন, ‘ডিজে সাউন্ড বক্স নিষিদ্ধ। এটি খুব ভালো হয়েছে। সেই সঙ্গে নিরাপত্তার ক্ষেত্রে স্বেচ্ছাসেবক সংখ্যা বাড়াতে বলা হয়েছে। পুজো ভালো করে হোক তা আমরা চাই। পুরসভা সবরকম সহযোগিতা করবে। পুজোর অনুমতির ক্ষেত্রে সিঙ্গল উইন্ডো সিস্টেম চালু থাকছে।’