• বারাকপুরে বাড়ছে ডেঙ্গু, দুই স্বাস্থ্য কেন্দ্রে বিনামূল্যে ‘এলাইজা টেস্ট’
    বর্তমান | ২৯ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি,  বারাকপুর : বারাকপুরে ডেঙ্গু বেড়েই চলেছে। বর্তমানে ১২ জন রোগী ডেঙ্গু আক্রান্ত। গত সপ্তাহে এই সংখ্যা ছিল ছয়। অর্থাৎ এক সপ্তাহের মধ্যে দ্বিগুণ হয়েছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। সাবধানতা অবলম্বনে বারাকপুর শহরে সামান্য জ্বর হলেই এলাইজা টেস্ট করতে পাঠাচ্ছেন চিকিৎসকরা। মানুষের বক্তব্য, এ রক্তপরীক্ষা ব্যয় সাপেক্ষ। সে দিকে লক্ষ্য রেখে দু’টি স্বাস্থ্যকেন্দ্রে এলাইজা পরীক্ষার যন্ত্র বসাল পুরসভা। সেখানে মানুষ বিনামূল্যে টেস্ট করানোর সুযোগ পাবেন। পুরসভার চেয়ারম্যান উত্তম দাস বলেন, ‘এলাইজা টেস্ট বেসরকারি জায়গায় করতে দেড় থেকে আড়াই হাজার টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে। সাধারণ মানুষ অসুবিধায় পড়ছেন। আমরা দু’টি স্বাস্থ্যকেন্দ্রে এলাইজা পরীক্ষার মেশিন বসলাম। বিনে পয়সায় সেখানে এলাইজা টেস্ট করাতে পারবেন। এছাড়াও স্বাস্থ্যকেন্দ্রগুলিতে নিয়মিত নানা ধরণের পরীক্ষা করা হয়।’ উল্লেখ্য, দু’বছর আগে বারাকপুরে ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ আকার নিয়েছিল। বহু মানুষ আক্রান্ত হয়েছিলেন। ছয় এবং ২৩ নম্বর ওয়ার্ড চিহ্নিত করা হয়েছিল রেড জোন বলে। গতবছর ডেঙ্গু কমে। এবছর বৃষ্টির পরিমাণ বেড়ে যাওয়ায় ডেঙ্গু বাড়বে বলে মনে করছে পুরসভা। এবার এই মারণ রোগ নিয়ন্ত্রণে পুরসভা কি কাজ করছে তা খতিয়ে দেখতে বারাকপুর আসেন জেলাশাসক শরৎ দ্বিবেদী। পুর আধিকারিকদের বক্তব্য, বৃষ্টি বেড়ে যাওয়ায় বিভিন্ন জায়গায় জল জমছে। সেখানে ডেঙ্গু মশার লার্ভা জন্মাচ্ছে। পুরকর্মীরা বাড়ি বাড়ি যাচ্ছেন। মানুষকে সচেতন করছেন। তা সত্ত্বেও ডেঙ্গুর প্রকোপ কমছে না। পুর নাগরিকদের বক্তব্য, বারাকপুর শহরে যেভাবে ডেঙ্গু বৃদ্ধি পাচ্ছে তাতে উদ্বেগ বাড়ছে প্রবলভাবে।
  • Link to this news (বর্তমান)