নিজস্ব প্রতিনিধি, বারাসত: বিভিন্ন মামলা বর্তমানে কোন পর্যায়ে আছে, তার পর্যালোচনা করা হল বারাসত পুলিস জেলার ক্রাইম কনফারেন্সে। প্রতি দু’মাস ছাড়া এই পুলিস জেলায় ক্রাইম কনফারেন্স হয়। তাতে উঠে আসে জেলা পুলিসের ১১টি থানার বিভিন্ন মামলার হালহকিকত। গত দুই মাসে বারাসত পুলিস জেলার কয়েকটি থানার চুরি ও প্রতারণার ঘটনা নিয়ে চিন্তা বেড়েছে। ডিজিটাল অ্যারেস্ট নিয়েও আলোচনা করা হয়। ২৩ জন পুলিসকর্মীকে সম্মানিত করা হয়। শাসন থানার আইসি আসিফ সানিকে ‘বেস্ট আইসি’র সম্মান দেওয়া হয়। চাকলায় লোকনাথ উৎসবে সুনিপুণভাবে দায়িত্ব পালনের জন্য দেগঙ্গার এসডিপিও উৎপল পুরকাইত ও দেগঙ্গার আইসি অর্ণব গঙ্গোপাধ্যায় এবং টিমকে সম্মানিত করা হয়। তদন্তকারী অফিসার হিসেবে মধ্যমগ্রাম থানার দীপঙ্কর ঘোষ, এক মহিলা এএসআই, ১২ জন সিভিক ভলান্টিয়ার, চারজন লেডি-কনস্টেবল, এক মহিলা হোমগার্ডকেও পুরস্কার দেওয়া হয়েছে।