বারাকপুরে এমপি ল্যাডের টাকায় মেরামত হবে ওল্ড ক্যালকাটা রোড
বর্তমান | ২৯ আগস্ট ২০২৫
নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: বারাকপুরে ওল্ড ক্যালকাটা রোড বিটি রোড থেকে ১৪ নম্বর রেলগেট আর পাতুলিয়া হয়ে সোদপুরে গিয়েছে। হাজার হাজার মানুষের যাতায়াতের মাধ্যম বি টি রোডের বিকল্প এই রাস্তাটি। সেই গুরুত্বপূর্ণ রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে গিয়েছে। বড় বড় গর্ত, খানাখন্দে ভরেছে। সাধারণ মানুষ মাঝেমধ্যেই বিক্ষোভ দেখাচ্ছে। বিরোধী দল রাস্তা অবরোধ করেছে।
এদিকে, সেই রাস্তা পূর্তদপ্তর মেরামত করবে বলে প্রস্তাব দিয়েছিল। কিন্তু প্রস্তাবটি অনুমোদন করেনি অর্থদপ্তর। পূর্তদপ্তরের তিন কোটি টাকার বিস্তারিত প্রকল্প রিপোর্ট (ডিপিআর) নাকচ করে দিয়েছে অর্থদপ্তর। এমন অবস্থায় সাধারণ মানুষের কথা ভেবে বারাকপুর পুরসভা সাংসদ তহবিল থেকে ৫০ লক্ষ টাকা নিয়ে রাস্তাটি মেরামতের কাজ শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাকি যত টাকা লাগবে, তা দেবে বারাকপুর পুরসভা।
এজন্য বারাকপুর পুরসভার পক্ষ থেকে ডিপিআর তৈরি হচ্ছে। কমপক্ষে এক কোটি টাকার বেশি খরচ করে ওই রাস্তা নতুন করে তৈরি করা হবে। পুজোর আগেই যাতে রাস্তাটি তৈরি হয়ে যায়, সেইরকম পরিকল্পনা করা হয়েছে।
পুরসভার চেয়ারম্যান উত্তম দাস জানান, এই রাস্তাটি দিয়ে অনেক ভারী ভারী গাড়ি চলাচল করে। সেই জন্যেই এটি ভেঙে গিয়েছে। পূর্তদপ্তরকে অনুরোধ করা হয়েছিল মেরামত করার ব্যাপারে। কিন্তু তাদের প্রস্তাব আটকে যাওয়ায় ঠিক হয়েছে, আমরাই রাস্তাটি করব। আমাদের সাংসদ পার্থ ভৌমিক এমপি ল্যাড থেকে ৫০ লক্ষ টাকা দেবেন। বাকি টাকা দিয়ে আমরা রাস্তাটি নতুন করে গড়ে দেব। এজন্য পুরসভার পক্ষ থেকে ডিপিআর তৈরি করে আমরা টেন্ডার ডাকছি। আশা করছি পূজার মধ্যেই রাস্তাটির কাজ শুরু করতে পারব। আর ক’টা দিন মানুষকে সহ্য করতে হবে। এরপর এই সমস্যা থেকে মুক্তি মিলবে। -নিজস্ব চিত্র