সল্টলেকে দুর্ঘটনায় মৃত বাসন্তীর যুবকের পরিবারকে সাহায্য
বর্তমান | ২৯ আগস্ট ২০২৫
নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: ১৩ আগস্ট সল্টলেকে এক মর্মান্তিক দুর্ঘটনায় আগুনে ঝলসে মৃত্যু হয়েছিল বাসন্তীর যুবক সৌমেন মণ্ডলের। তাঁর পরিবারকে আর্থিক সাহায্য করল বাসন্তী ব্লকের তৃণমূল নেতৃত্ব। বৃহস্পতিবার পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ রাজা গাজি ও অন্যান্য পদাধিকারীরা মৃত যুবকের বাড়ি গিয়ে তাঁর বাবা-মায়ের হাতে ৫০ হাজার টাকা তুলে দেন। অসহায় ওই পরিবারের পাশে থাকার আশ্বাসও দিয়েছেন তাঁরা। সরকারিভাবে আর কোনও সাহায্য করা যায় কি না, সেটাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান বাসন্তীর বিধায়ক শ্যামল মণ্ডল। সৌমেনের মৃত্যুর পর থেকে শোকে বিহ্বল তাঁর বাবা-মা ও দুই ভাই। তিনি ছিলেন পরিবারের অন্যতম উপার্জনকারী। সরকারের কাছে তাই সাহায্যের আর্জি জানিয়েছেন পরিবারের সদস্যরা।