• প্রতারণা: তৃণমূল কর্মী ধৃত আমডাঙায়
    বর্তমান | ২৯ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বারাসত: প্রতারণার অভিযোগে বৃহস্পতিবার সকালে আমডাঙা থানার পুলিস এক তৃণমূল কর্মীকে গ্রেপ্তার করল। পুলিস জানিয়েছে, ধৃতের নাম কাজি রহিমউদ্দিন। তিনি এলাকায় তৃণমূল ছাত্র পরিষদের কর্মী বলে পরিচিত। বাড়ি আমডাঙার মরিচা পঞ্চায়েতের পরশডাঙা-হরবাটি এলাকায়। প্রতারিত আশিস তালুকদার বলেন, আমার সঙ্গে কাজি রহিমউদ্দিনের ভালো বন্ধুত্ব ছিল। আর সেই সুযোগে আমাকে ভুল বুঝিয়ে আমার বিভিন্ন নথি নেন তিনি। আমি দিয়েওছিলাম। নথিগুলি নিয়ে তিনি বাইক কেনেন। বলেছিলেন ইএমআইয়ের টাকা দেবেন। কিন্তু তা দিচ্ছিলেন না। ফলে ফিন্যান্স কোম্পানি আমাকে চাপ দিচ্ছিল। এটা নিয়ে বললে উল্টে আমাকে হুমকি দিচ্ছেন। তাই আমি থানায় অভিযোগ করেছি।

    বৃহস্পতিবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসেই ধৃত ছাত্র সংসদের কর্মীকে বারাসত আদালতে পেশ করা হয়। তাঁকে দু’দিনের পুলিস হেফাজতের নির্দেশ দেন বিচারক। এনিয়ে তৃণমূল নেতা আনিসুর রহমান বলেন, এই নামে তৃণমূলের কোনও কর্মীকে চিনি না।
  • Link to this news (বর্তমান)