• কল্যাণীতে জল প্রকল্পের উদ্বোধন ফিরহাদের
    বর্তমান | ২৯ আগস্ট ২০২৫
  • সংবাদদাতা, কল্যাণী: বৃহস্পতিবার কল্যাণী শহরের জন্য জল প্রকল্পের উদ্বোধন করলেন নগরোন্নয়ন দপ্তরের মন্ত্রী ফিরহাদ হাকিম। উদ্বোধনের পর প্রকল্পে দাঁড়িয়ে তিনি গ্লাসে করে সেই জল খান। অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন রানাঘাট পুলিস জেলার পুলিস সুপার আশিস মৌর্য, কল্যাণী পুরসভার চেয়ারম্যান নীলিমেশ রায়চৌধুরী প্রমুখ।

    কেএমডিএ এবং কল্যাণী পুরসভা সূত্রে জানা গিয়েছে, হালিশহরে চৈতন্য ডোবা এলাকায় গঙ্গার তীরে ১০০ লক্ষ গ্যালন ক্ষমতাসম্পন্ন পাম্প ও মোটর বসানো হয়েছে। সেই জল পাইপলাইনের সাহায্যে কল্যাণী বারাকপুর এক্সপ্রেসওয়ের ধারে কল্যাণী বুদ্ধ পার্কের কাছে তৈরি জল প্রকল্পে এনে পরিশোধন করা হচ্ছে। পাশাপাশি শহর জুড়ে প্রায় ৬১ কিলোমিটার পাইপলাইন বসানো হয়েছে সেই জল সরবরাহের জন্য। এই প্রকল্পের মাধ্যমে কল্যাণী পুরসভার প্রায় ১ লাখ ৬৪ হাজার বাসিন্দা উপকৃত হবেন।

    প্রকল্পটি রূপায়ণের দায়িত্বে ছিল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি বা কেএমডিএ। এই জলপ্রকল্পটি তৈরি করতে ১৬০ কোটি টাকা খরচ হয়েছে। ফিরহাদ হাকিম বলেন, সময়ের ছ’ মাস আগে জলপ্রকল্পের কাজ শেষ হয়েছে। কল্যাণী উন্নয়নের দিক থেকে আমার কলকাতাকে হারিয়ে দিচ্ছে। রাজ্যে এই নিয়ে ১১০টি জলপ্রকল্প করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।
  • Link to this news (বর্তমান)