ভুটানগামী বিমানের টিকিট কাটার টোপ দিয়ে কোটি টাকার প্রতারণা
বর্তমান | ২৯ আগস্ট ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভুটান এয়ারওয়েজের টিকিট কেটে দেওয়ার নাম করে এক কোটি টাকা প্রতারণার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে বউবাজার থানা এলাকায়। ইতিমধ্যেই প্রতারিত ট্রাভেল এজেন্সি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। তার ভিত্তিতে তদন্তে নেমেছে পুলিস। ২০২৩ সালে ওই ট্রাভেল এজেন্সির অফিসে আসে চারজন। তারা পরিচয় দিতে গিয়ে বলে, দেশ-বিদেশের বিভিন্ন বিমান সংস্থার স্বীকৃত এজেন্ট হিসেবে তারা কাজ করে। জাল প্রমাণপত্রও তুলে ধরে তারা। তাদের মাধ্যমে টিকিট কাটলে নাকি বাড়তি ছাড় পাওয়া যাবে। ছাড়ের কথা শুনে এই প্রস্তাবে রাজি হয় ওই এজেন্সির কর্তারা। প্রথমে তাঁরা কিছু টিকিট কাটতে দেয় তাদের। বিশ্বাসযোগ্যতা অর্জন করতে নির্দিষ্ট সময়ের মধ্যে তা কেটেও দেয় তারা। এরপর ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে দফায় দফায় ভুটানগামী বিমানের বেশ কিছু টিকিট কাটতে দেন তাঁরা। এরজন্য এক কোটি টাকা দেওয়া হয় বলে অভিযোগ। কিন্তু টাকা দিলেও টিকিট মেলেনি। তখন ওই ট্রাভেল এজেন্সির পক্ষ থেকে তাদের সঙ্গে যোগাযোগ করা হয়। কিন্তু তারা বিভিন্ন অজুহাতে ঘোরাতে থাকে। এক সময়ে যোগাযোগ বন্ধ করে দেয়। তখন এজেন্সির কর্তারা বুঝতে পারেন, তাঁরা প্রতারণার শিকার হয়েছেন। শেষমেশ বউবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তাঁরা। পুলিস তদন্তে নেমে দেখে, ওই টাকা গিয়েছে প্রতারকদের অ্যাকাউন্টে। কয়েকদিন আগে কসবায় একটি ট্রাভেল এজেন্সিকে বিমানের টিকিটের জাল পিএনআর নম্বর দিয়ে কোটি টাকা আত্মসাতের অভিযোগে কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিস। তাদের জেরা করে জানা যায়, বউবাজারে প্রতারণার ঘটনাতেও তারা জড়িত। বিভিন্ন জায়গায় তারা একই কায়দায় প্রতারণা করেছে। তাদের হেফাজতে নিয়ে জেরার জন্য আদালতে আবেদন করেছে বউবাজার থানা।