• ভবানীপুরের একাধিক রাস্তায় জমছে জল, নর্দান পার্কে নয়া পাম্পিং স্টেশন
    বর্তমান | ২৯ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: লি রোড, উডবার্ন রোড, এলগিন রোড সহ ৭০ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ভবানীপুরের একাধিক রাস্তায় বেশি বৃষ্টি হলে জল জমে। সেই সমস্যা সমাধানে নর্দান পার্কে (সুভাষ উদ্যান) নয়া নিকাশি পাম্পিং স্টেশন তৈরির কাজ শুরু করতে চলেছে কলকাতা পুরসভা। সম্প্রতি সেই কাজের সূচনা করেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। 

    ভবানীপুর অঞ্চলের জাস্টিস দ্বারকা নাথ রোড, হেসম রোড, উমানন্দ রোড, জাস্টিস চন্দ্রমাধব রোড, ডক্টর রাজেন্দ্র রোড, অ্যালেন বাই রোড সহ সংশ্লিষ্ট অঞ্চলে জমা জলের সমস্যা আছে। বেশি বৃষ্টি হলে এইসব জায়গায় হাঁটু জল বা হাঁটুর নীচ পর্যন্ত কোথাও আবার গোড়ালি ডোবা জল জমে। জমা জল নামতে দীর্ঘক্ষণ সময় লাগে। এই পরিস্থিতিতে প্রথমে ভূগর্ভস্থ নিকাশি নালা থেকে পলি তোলার সিদ্ধান্ত নিয়েছিল পুরসভা। কিন্তু সেখানে কিছু জটিলতা দেখা দেয়। ৭০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার অসীম বসু বলেন, চক্রবেড়িয়া রোড নর্থ হয়ে বালিগঞ্জ সার্কুলার রোড ধরে এই অঞ্চলের জল বালিগঞ্জ নিকাশি পাম্পিং স্টেশনে যায়। কিন্তু বালিগঞ্জে সেনাবাহিনীর জমির নীচ দিয়ে পাইপলাইন গিয়েছে। ফলে সেখান থেকে পলি তোলার কাজ সহজ নয়। সেনাবাহিনীর অনুমোদন প্রয়োজন। যা সময়সাপেক্ষ। কিংবা আদৌ পাওয়া যাবে কি না, তার কোনও নিশ্চয়তা নেই। তাই শেষ পর্যন্ত নতুন পাম্পিং স্টেশন বানিয়ে জমা জলের সমস্যা সমাধানের পরিকল্পনা করা হয়। নর্দান পার্কে মহিলা এবং শিশুদের জন্য যে জায়গা রয়েছে, সেখানে নতুন পাম্পিং স্টেশন বানানো হচ্ছে। পুরসভার নিকাশি বিভাগের এক আধিকারিক বলেন, ভবানীপুর অঞ্চলের বিভিন্ন রাস্তার জল ভূগর্ভস্থ পাইপলাইনের মাধ্যমে বালিগঞ্জ পাম্পিং স্টেশনে যায়। নর্দান পার্কে নতুন নিকাশি পাম্পিং স্টেশন তৈরি হলে এখানকার জল পাইপলাইনের মাধ্যমে টালি নালায় ফেলা হবে। সেক্ষেত্রে বালিগঞ্জ পাম্পিং স্টেশনের উপর চাপ কমবে কিংবা অন্যান্য অঞ্চলের জল বাড়তি ধারণ করতে পারবে বালিগঞ্জ পাম্পিং স্টেশনের কুয়ো বা সাম্প। ফলে সার্বিকভাবে দক্ষিণ কলকাতার বিভিন্ন অঞ্চল উপকৃত হবে।-নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)