নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২০১৬ সালে বাসন্তী থানা এলাকায় ১৮ হাজার টাকা জালনোট পাচারের মামলায় ধৃতকে আট বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দিল আদালত। আব্দুর রহমান লস্করকে বৃহস্পতিবার আলিপুরের ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারক শৌভিক দে ওই আদেশ দিয়েছেন। বিচারক অপরাধীর বিরুদ্ধে এই সাজার সঙ্গে আর্থিক জরিমানার পাশাপাশি অন্যান অপরাধেও পৃথক সাজা ঘোষণা করেন। তবে আদালতের মন্তব্য, সমস্ত সাজা একই সঙ্গে চলবে। সরকারি কৌঁসুলি উদয়ভানু সাঁই এদিন সাংবাদিকদের জানান, ২০১৬ সালের ৮ জুলাই সন্ধ্যায় দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানার সোনাখালির এলাকা থেকে পুলিস ওই যুবককে গ্রেপ্তার করে। তার কাছে থাকা একটি ব্যাগ থেকে উদ্ধার হয় প্রথমে ১৪ হাজার টাকা জালনোট। পরে তাকে জেরা করে তার বাড়ি থেকে উদ্ধার হয় আরও চার হাজার টাকার জালনোট।