• নাগেরবাজার ট্রাফিক গার্ডের সক্রিয়তা, রাস্তায় পড়ে যাওয়া আড়াই লক্ষ টাকা ভর্তি ব্যাগ ফেরত পেলেন ব্যবসায়ী
    বর্তমান | ২৯ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বরানগর: পোলট্রি মুরগি দমদম সহ বিস্তীর্ণ এলাকায় সরবরাহ করেন অশোকনগরের এক ব্যবসায়ী। বৃহস্পতিবারও সকালে তিনি টাকা আদায় করতে করতে বাইকে বাড়ি ফিরছিলেন। কিন্তু রাস্তায় আচমকাই তাঁর খেয়াল হয়, টাকা ভর্তি ব্যাগ কোথাও পড়ে গিয়েছে। এতে তাঁর মাথায় কার্যত বজ্রপাত হয়। দমদম স্টেশনের অদূরে উদভ্রান্তের মতো ঘুরতে শুরু করেন। তাঁর এই খোঁজাখুঁজির মধ্যেই নাগেরবাজার ট্রাফিক গার্ডের পুলিসকর্মীরা ওই ব্যাগ খুঁজে পান। এরপর স্থানীয় মাংসের দোকানদারের মাধ্যমে ওই ব্যবসায়ীকে ফোন করে ডেকে আনা হয়। এরপর তাঁর হাতে আড়াই লক্ষ টাকা ভর্তি ব্যাগ তুলে দেওয়া হয়।

    অশোকনগর কল্যাণগড়ের বাসিন্দা ওই ব্যবসায়ীর নাম চন্দন দত্ত। ভোররাত থেকে গাড়িতে করে মুরগি দোকানে দোকানে পৌঁছে দেন তাঁর কর্মীরা। এরপর তিনি বাইক নিয়ে ওইসব দোকানে এসে টাকা সংগ্রহ করে নিয়ে যান। এদিন সকাল সাড়ে ৯ টা নাগাদ তিনি টাকা সংগ্রহ করে নাগেরবাজার যশোর রোড থেকে দমদম রোডে ঢোকেন। দমদম স্টেশন লাগোয়া একটি দোকানে গিয়েই বুঝতে পারেন, টাকা ভর্তি ব্যাগটি পড়ে গিয়েছে কোথাও। ওই সময়েই নাগেরবাজার ট্রাফিক গার্ডের পুলিসকর্মীরা যশোর রোডের ধারে একটি সবুজ রঙের ব্যাগ পড়ে থাকতে দেখে কুড়িয়ে নেন। এরপর সেটি খুলে দেখেন যে ব্যাগে বিপুল টাকা, ছোট ছোট নোটবুক, ছাতা রয়েছে। নোটবুকে মুরগি বিক্রির হিসেবও রয়েছে।

    এরপর নাগেরবাজার ট্রাফিক গার্ডের ওসি রঞ্জন রুদ্রের নেতৃত্বে পুলিসকর্মীরা এলাকার মাংস দোকানদারদের সঙ্গে কথা বলে সেটি কার ব্যাগ, তা জানার চেষ্টা করেন। ওই দোকানদাররাই জানান, কিছুক্ষণ আগেই এক ব্যবসায়ী তাঁদের থেকে মুরগি বিক্রির টাকা নিয়ে গিয়েছেন। পুলিস ওই ব্যবসায়ীকে ফোন করে ডেকে আনার কথা বলেন। ততক্ষণে চন্দনবাবু বাইক নিয়ে ব্যাগ খুঁজে বেড়াচ্ছেন। এই সময়েই নাগেরবাজার থেকে দোকানদারের ফোন পেয়ে তিনি হাফ ছেড়ে বাঁচেন। কমিশনারেটের ডিসি ট্রাফিক অম্লানকুসুম ঘোষ বলেন, সবুজ রঙের ওই ব্যাগ পড়ে থাকতে দেখে কর্তব্যরত ট্রাফিক পুলিসকর্মীরা তা কুড়িয়ে নিয়েছিলেন। ব্যাগ থেকে আড়াই লক্ষ টাকা, কালো ছাতা ও পাঁচটি ছোট নোটবুক উদ্ধার হয়েছিল। এদিন সকালেই ব্যবসায়ীকে খুঁজে বের করে ট্রাফিক গার্ডে ডেকে আনা হয়। তার হাতে ওই ব্যাগ তুলে দেওয়া হয়েছে।
  • Link to this news (বর্তমান)