আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের একজ়িকিউটিভ ডিরেক্টর হলেন ভারতের রিজ়ার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর উর্জিত প্যাটেল। তিন বছরের জন্য এই পদে থাকবেন তিনি।
বিহারের ৩ লক্ষ বাসিন্দাকে নোটিশ নির্বাচন কমিশনের। তাদের নথিতে গরমিল রয়েছে বলে জানা গিয়েছে। কমিশনের মতে, তাঁরা বাংলাদেশ ও নেপাল-সহ প্রতিবেশী দেশগুলির নাগরিক।
আন্তজার্তিক স্পেস স্টেশন থেকে ফেরার পরে এই প্রথম লখনৌতে নিজের বাড়ি ফিরলেন মহাকাশচারী শুভাংশু শুক্লা। শুক্রবার সকালে পরিবারের সদস্যরা তাঁকে মালা পড়িয়ে অভ্যর্থনা জানালেন।
বচসার জেরে গলার নলি কেটে খুন এক যুবকে। মৃত্যু হয়েছে, সৌভিক দত্তের (২৬)। বৃহস্পতিবার গভীর রাতে লিলুয়ার পটুয়াপাড়া এলাকায় ঘটনাটি ঘটে। এই ঘটনায় পুলিশ মূল অভিযুক্ত অমিত রায় চৌধুরীকে গ্রেপ্তার করেছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় কলকাতার লেদার কমপ্লেক্সে চাঞ্চল্য ছড়াল। স্থানীয়রা দুই নম্বর গেটের কাছে রক্তাক্ত অবস্থায় এক মহিলা শ্রমিককে পড়ে থাকতে দেখেন। মৃতের নাম বিলকিস বিবি। ঘটনাস্থল থেকে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। ঘটনার তদন্তে নেমেছে কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ। স্বামী করিমকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
নয় মাস পরে ক্যানাডায় ফের ভারতের রাষ্ট্রদূত নিয়োগ করা হলো। বিদেশ মন্ত্রক সূত্রে খবর, ১৯৯০ সালের ইন্ডিয়ান ফরেন সার্ভিস (IFA)-এর অফিসার দীনেশ কে পট্টনায়েককে ক্যানাডার পরবর্তী রাষ্ট্রদূত নিয়োগ করা হয়েছে। বর্তমানে দীনেশ স্পেনের ভারতীয় রাষ্ট্রদূত। খুব শীঘ্রই তিনি ক্যানাডায় ওই পদে যোগ দেবেন। ক্যানাডার প্রাক্তন প্রধামনন্ত্রী জাস্টিন ট্রুডো খালিস্তানপন্থী সন্ত্রাসবাদী হরদীপ সিং নিজ্জর হত্যার পিছনে নয়া দিল্লির হাত থাকার অভিযোগ তোলায় দুই দেশের কূটনৈতিক সম্পর্কের অবনতি হয়। তার জেরে ক্যানাডা থেকে ভারত তার রাষ্ট্রদূতকে তুলে নিয়েছিল। একই সঙ্গে, দিল্লিতে নিযুক্ত ক্যানাডার সাত কূটনীতিকেও দেশ ছাড়তে নির্দেশ দিয়েছিল কেন্দ্র।
ফের উত্তরাখণ্ডে মেঘভাঙা বৃষ্টি। শুক্রবার উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি জানিয়েছেন, চামোলি ও রুদ্রপ্রয়াগ দু’টি জেলাতেই মেঘভাঙা বৃষ্টি হয়েছে। বৃষ্টির ফলে ওই দু’টি জেলার একাধিক জায়গা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। পুষ্কর সিং ধামি জানিয়েছেন, ধ্বংসস্তূপের তলায় অনেকজন আটকে থাকতে পারে। তবে দ্রুততার সঙ্গে বিপর্যয় মোকাবিলা দপ্তর উদ্ধারকাজ চালাচ্ছে বলে তিনি জানিয়েছেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাপানের টোকিও-তে পৌঁছেছেন। জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার আমন্ত্রণে পঞ্চদশ ভারত-জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে শুক্রবার সকালেই সেখানে পৌঁছলেন নরেন্দ্র মোদী। ২৯-৩০ অগস্ট পর্যন্ত মোদী সেখানেই থাকবেন। সাত বছর পরে তিনি জাপানে গেলেন।