• চিৎকার শুনে বাইরে বেরোলেন স্বামী, সামনে পড়ে স্ত্রীর রক্তাক্ত দেহ, লেদার কমপ্লেক্সে চাঞ্চল্য
    এই সময় | ২৯ আগস্ট ২০২৫
  • কলকাতার লেদার কমপ্লেক্সে এক মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম বিলকিস বিবি (২৮)। তিনি লেদার কমপ্লেক্সের শ্রমিক। পুলিশ সূত্রের খবর, বৃহস্পতিবার সন্ধ্যায় বিলকিসকে তাঁর স্বামী করিম গাজি রক্তাক্ত অবস্থায় লেদার কমপ্লেক্সের সামনে পড়ে থাকতে দেখেন। করিম বিলকিসকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানেই চিকিৎসকরা বিলকিসকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ।

    পুলিশ সূত্রের খবর, বৃহস্পতিবার লেদার কমপ্লেক্সের দুই নম্বর গেটের ছয় নম্বর প্লটের কাছে ঘটনাটি ঘটেছে। ভাঙড়ের ঘটকপুকুরে স্বামী-স্ত্রী ভাড়া বাড়িতে থাকতেন। বিলকিস করিমের দ্বিতীয় স্ত্রী। বিলকিস লেদার কমপ্লেক্সের ৫৪৮ নম্বর ট্যানারিতে দীর্ঘ পাঁচ বছর ধরে কাজ করছিলেন। তাঁর স্বামী করিম গাজি পাশের একটি ট্যানারিতে শ্রমিক হিসেবে নিযুক্ত। জানা গিয়েছে, বিলকিস ও তাঁর স্বামী প্রতিদিন একসঙ্গে কাজে আসতেন। আবার কাজ শেষে একসঙ্গেই বাড়ি ফিরতেন।

    করিমের দাবি, বৃহস্পতিবার তিনি যখন ট্যানারিতে কাজ করছিলেন সেই সময়ে হঠাৎই চিৎকার শুনতে পান। এর পরে বাইরে বেরিয়েই দেখেন তাঁর স্ত্রী রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে রয়েছেন। তার পরে করিম স্ত্রীকে প্রথমে একটি বেসরকারি হাসপাতাল এবং পরে এসএসকেএমে নিয়ে যান।

    পুলিশের প্রাথমিক অনুমান, ধারালো অস্ত্র দিয়ে একাধিকবার আঘাত করে বিলকিসকে খুন করা হয়েছে। তাঁর স্বামী করিমকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। সেই সঙ্গে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।

  • Link to this news (এই সময়)