ভোটার তালিকা সংশোধনের আগে তালিকায় ভুয়ো ভোটারদের নাম রয়েছে বলে অভিযোগ তুলেছে সিপিএম। জলপাইগুড়ি জেলায় অন্তত ৫৫ হাজার ভুয়ো ভোটারের নাম তালিকায় রয়েছে বলে অভিযোগ করা হয়েছে। অভিযোগ, তার মধ্যে মৃত ভোটারের পাশাপাশি একই নাম দুই এলাকার তালিকায় রয়েছে। জলপাইগুড়ি সদর ব্লকের খড়িয়া গ্রাম পঞ্চায়েতের একটি বুথের ভোটার তালিকায় অন্তত ৫৫ জন মৃত ভোটারের নাম রয়েছে বলে দাবি সিপিএমের। ভূতুড়ে ভোটারের অভিযোগ তুলে দলের পক্ষ থেকে জেলা নির্বাচনী আধিকারিকের কাছে অভিযোগও জানানো হয়েছে।
তৃণমূলের পক্ষ থেকে ‘বাংলার ভোটরক্ষা’ কর্মসূচিতে বাড়িতে-বাড়িতে গিয়ে ভোটার তালিকা নিয়ে গিয়ে স্ক্রুটিনির কাজ করতে কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে। ভোটার তালিকায় ভূতুড়ে ভোটারদের নাম চিহ্নিত করে বাদ দেওয়ার জন্য নির্বাচন কমিশনের কাছে পাঠানো হবে বলে দাবি তৃণমূলের।
সিপিএমের পক্ষ থেকে ভূতুড়ে ভোটার ঠেকাতে বাড়িতে বাড়িতে গিয়ে ভোটার তালিকা সমীক্ষার কাজ করা হচ্ছে বলে দাবি দলীয় নেতৃত্বের। এই কাজ করতে গিয়েই ভূতুড়ে ভোটারদের নাম খুঁজে পাওয়া গিয়েছে বলে দাবি দলের।সিপিএম সূত্রের দাবি, সম্প্রতি জলপাইগুড়ি সদর ব্লকের খড়িয়া গ্রাম পঞ্চায়েতের ১৬৩ নম্বর বুথের ভোটার তালিকায় ৫৫ জন মৃত ভোটারের নাম পাওয়া যায়। জেলার ১৮ লক্ষ ভোটারের মধ্যে অন্তত ৫৫ হাজার মৃত ও স্থানান্তরিত ভোটারদের নাম রয়েছে বলে দলের জেলা সম্পাদক পীযূষ মিশ্র জানিয়েছেন। তিনি বলেন, ‘‘মৃত ও স্থানান্তরিত ভোটারদের নাম বাদ দিয়ে ত্রুটিমুক্ত ভোটার তালিকা প্রকাশ করতে হবে। দলের কর্মীদের সমীক্ষায় অন্তত ৫৫ হাজার ভুয়ো ভোটারের নাম ভোটার তালিকায় রয়েছে এমন তথ্য মিলেছে।’’
তৃণমূলের জেলা চেয়ারম্যান খগেশ্বর রায় বলেন, ‘‘নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়ে সিপিএম যদি ভূতুড়ে ভোটারদের নাম বাদ দিতে পারে তা হলে অবশ্যই সাধুবাদ জানাব।’’