• সব আসনে লড়বে কংগ্রেস, ছাত্র-মঞ্চেও দাবি শুভঙ্করের
    আনন্দবাজার | ২৯ আগস্ট ২০২৫
  • বাংলায় ২৯৪টি বিধানসভা আসনেই তাঁরা লড়বেন বলে ফের জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। সংসদের বাদল অধিবেশনের সময়ে দিল্লিতে ‘ইন্ডিয়া’ মঞ্চের শরিক তৃণমূল কংগ্রেসের সঙ্গে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর নৈকট্যের ছবি সামনে আসার পর থেকেই তিনি এমন দাবি করতে শুরু করেছেন। শুভঙ্কর রাজ্যে সব আসনে লড়ার ইচ্ছার কথা বলার পরে কলকাতায় এসে সেই কথাই বলে গিয়েছিলেন এআইসিসি-র সাধারণ সম্পাদক তথা রাজ্যের পর্যবেক্ষক গুলাম আহমেদ মীর। এ বার মহাজাতি সদনে বৃহস্পতিবার ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে প্রদেশ কংগ্রেস সভাপতি বলেছেন, “কংগ্রেস শক্তিশালী না হলে বাংলা বাঁচবে না। আমি বলেছি, রাজ্যের ২৯৪টি আসনেই কংগ্রেস লড়বে।”

    এর পরে তৃণমূলের পাশাপাশি বাম-আমলেরও যাবতীয় ‘কৃতিত্বকে নস্যাৎ’ করে শুভঙ্কর বলেছেন, “বাংলা থেকে কংগ্রেস সরকার চলে যাওয়ার পরে বাম আমলে ডানকুনি থেকে বর্ধমান পর্যন্ত কারখানায় অশ্বত্থ গজিয়েছিল! আর তৃণমূল আসার পরে, কারখানাগুলিকে ভেঙে বড় বড় আবাসন তৈরি হল।” যে সব রাজ্যে দলের হয়ে সাংগঠনিক দায়িত্ব তিনি পালন করেছেন, সেখানে পরে কংগ্রেসের মুখ্যমন্ত্রী হয়েছেন বলে দাবিও শোনা গিয়েছে শুভঙ্করের গলায়। তার পরে বাংলার কংগ্রেস নিয়ে জল্পনায় ইন্ধন যোগ হয়েছে! অনুষ্ঠানে শুভঙ্কর ছাড়াও ছিলেন এনএসইউআই-এর সর্বভারতীয় সভাপতি বরুণ চৌধুরী, ছাত্র পরিষদের রাজ্য সভানেত্রী প্রিয়াঙ্কা চৌধুরী। উপস্থিত ছিলেন বর্ষীয়ান নেতা প্রদীপ ভট্টাচার্য-সহ দলের প্রথম সারির নেতৃত্ব।

    তৃণমূল ছাত্র পরিষদ ও কংগ্রেসের ছাত্র পরিষদের অনুষ্ঠানের কিছু ক্ষণ পরেই এ দিন রাজ্যের প্রতিটি কলেজে স্নাতক স্তরে ভর্তি প্রক্রিয়া শেষ করে পঠনপাঠন শুরু-সহ তিনটি দাবিকে সামনে রেখে দীনেশ মজুমদার ভবন থেকে মৌলালি মোড় পর্যন্ত মিছিল ও সভা করেছে এসএফআই। ছিলেন সংগঠনের সর্বভারতীয় সভাপতি আদর্শ এম সাজি, রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে-সহ অন্যেরা। সেখান থেকে দেবাঞ্জনের কটাক্ষ, “টিএমসিপি-র প্রতিষ্ঠা দিবসের সভায় আরএসএসের শিক্ষানীতির বিরুদ্ধে কোনও কথা বলা হল না। তৃণমূল কংগ্রেস-বিজেপি আসলে একে অপরের সঙ্গে হাত মিলিয়েছে।”
  • Link to this news (আনন্দবাজার)