• সুপ্রিম-তিরস্কার ঘিরে সংঘাত, মমতার পদত্যাগ দাবি শুভেন্দুর, তৃণমূলের পাল্টা তোপে সিবিআই
    আনন্দবাজার | ২৯ আগস্ট ২০২৫
  • সুপ্রিম কোর্ট শিক্ষক-নিয়োগ মামলায় ৭ দিনের মধ্যে ‘অযোগ্য’দের তালিকা প্রকাশ করার জন্য স্কুল সার্ভিস কমিশনকে (এসএসসি) যে নির্দেশ দিয়েছে, তাকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ফের দুর্নীতি-প্রশ্নে সরব হল বিরোধীরা। পাশাপাশি, ‘অযোগ্য’দের চাকরি দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ গোটা মন্ত্রিসভার পদত্যাগের দাবিতে সরব হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যদিও পুরো বিষয়টি নিয়ে সিবিআই-কে পাল্টা নিশানা করেছে তৃণমূল।

    যোগ্য-অযোগ্যদের তালিকা প্রকাশ করার মতো পরিস্থিতি যে তৈরি হয়েছে, সেটার জন্য সিবিআই-কে ফের কৃতিত্ব দিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু বৃহস্পতিবার বলেছেন, “এসএসসি বলেছিল ওএমআর পুড়িয়ে দেওয়া হয়েছে, ‘মিরর ইমেজ’ নেই। সিবিআই প্রযুক্তির সাহায্যে ওএমআর বার করেছে।” এই সূত্র ধরেই পরে কোলাঘাটে শুভেন্দু আরও বলেছেন, “অযোগ্যদের চাকরি দেওয়ার দায় নিয়ে মুখ্যমন্ত্রী-সহ গোটা মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হবে। অযোগ্যদের তালিকা প্রকাশ হলে বাকিদের যোগ্য ধরা যেতে পারে। তা হলে তাঁদের আবার পরীক্ষা দিতে হবে কেন? মুখ্যমন্ত্রী রোহিঙ্গাদের বাঁচানোর জন্য বিধানসভায় অধিবেশন ডাকছেন! আপনি অধিবেশনে যোগ্য-অযোগ্য তালিকা সর্বসম্মতিক্রমে পাশ করুন।”

    তবে পুরো বিষয়টির ‘দায়’ পাল্টা সিবিআইয়ের উপরে চাপিয়েছে তৃণমূল। দলের রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদারের বক্তব্য, “আদালতের নির্দেশের প্রেক্ষিতে সরকার কী করবে, তা সংশ্লিষ্টেরা ঠিক করবেন। দায়িত্বটা ছিল সিবিআইয়ের। তারা এড়িয়ে গিয়েছে। তদন্তের নামে তিন-চার বছর ধরে বহু গ্রেফতার হয়েছে। এসএসসি-র কাজকর্ম বন্ধ করে সিবিআই সব তথ্য হাতে নিয়েও দাগি চাকরিপ্রার্থী ও অপরাধীদের চিহ্নিত করতে পারেনি। এখন সরকারের দিকে আঙুল তোলা হচ্ছে।” যদিও পাল্টা বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের প্রতিক্রিয়া, “পশ্চিমবঙ্গে আদালত-রাজ চলছে, গণতন্ত্রে যা ঠিক নয়। পুরো দায় মুখ্যমন্ত্রী ও তাঁর প্রশাসনের। তাঁদের সীমাহীন দুর্নীতির কারণে সব বিষয়ে আদালতকে হস্তক্ষেপ করতে হচ্ছে।”

    রাজ্য প্রশাসন ও তৃণমূলকে বিঁধে সরব হয়েছে বাম, কংগ্রেসও। সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর বক্তব্য, “বার বার প্রশ্ন তোলা হয়েছে, এসএসসি-র ফল কেন ওয়েবসাইটে প্রকাশ হচ্ছে না, কেন চালে কাঁকর মেশানো হচ্ছে? সরকার চুপ থেকেছে। টাকার বিনিময়ে যাঁরা চাকরি পেয়েছেন, তাঁদের পাশে সরকার কেন? সরকার আসলে দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছে। এখনও সরকার এমন ব্যবস্থা চালাচ্ছে যাতে আবার অযোগ্যদের ঢুকিয়ে দিয়ে পুরো প্রক্রিয়াটাকে বিষিয়ে দেওয়া যায়।” পাশাপাশি, কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য অধীর চৌধুরীও বলেছেন, “এসএসসি-কে জেলে ভরো। সরকারের কাছে সব তথ্য আছে। বাঁদরামি করছে, যুব সম্প্রদায়ের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে! মুখ্যমন্ত্রী চোরেদের বাঁচানোর জন্য তথ্যপ্রকাশ করছেন না। চোরেদের শাগরেদ উনি!”
  • Link to this news (আনন্দবাজার)