• উত্তরবঙ্গে ‘কমলা’ সতর্কতা, আজ কলকাতায় বৃষ্টি হবে কি? জানুন আপডেট
    বর্তমান | ২৯ আগস্ট ২০২৫
  • কলকাতা, ২৯ আগস্ট: বায়ুপ্রবাহের পরিস্থিতি অনুকূল। বঙ্গোপসাগর থেকে বেশি মাত্রায় জলীয় বাষ্পও প্রবেশ করছে। তার ফলে উত্তরবঙ্গের কোনও কোনও জায়গায় আগামী কয়েকদিন ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আলিপুরদুয়ার ও কালিম্পং জেলায় জারি হয়েছে কমলা সতর্কতা। আর আজ, শুক্রবার হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা কলকাতায়। এদিন শহরের আকাশ প্রধানত মেঘলা থাকবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতেও হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।

    বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপটি ওড়িশা উপকূল অতিক্রম করে স্থলভূমিতে প্রবেশ করেছে। যার প্রভাবে দক্ষিণবঙ্গে জলীয় বাষ্পের মাত্রা কিছুটা বেড়েছে। আজ শহরের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩১ ডিগ্রি থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১.৯ ডিগ্রি কম। আর সর্বনিম্ন তাপমাত্রা নথিভুক্ত হয়েছে ২৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.৪ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল ভোর সাড়ে ছ’টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় শহরে বৃষ্টিপাত হয়েছে ০৬.৭ মিলিমিটার।
  • Link to this news (বর্তমান)