• সৌরভকে সমর্থন ইস্টবেঙ্গলের
    আনন্দবাজার | ২৯ আগস্ট ২০২৫
  • আসন্ন সিএবি নির্বাচনে প্রেসিডেন্ট পদের প্রার্থী সৌরভ গঙ্গোপাধ্যায়কে সমর্থনের সিদ্ধান্ত নিল ইস্টবেঙ্গল। সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিলেন লাল-হলুদের শীর্ষ কর্তা দেবব্রত সরকার।

    বৃহস্পতিবার বিকেলে ময়দানের ক্লাব তাঁবুতে ইস্টবেঙ্গল কর্তা বললেন, ‘‘সিএবি-র আসন্ন নির্বাচনে প্রেসিডেন্ট পদে সৌরভকেই আমরা সমর্থন করব। সৌরভের সঙ্গে আমার কথা হয়েছে। শুধু ভারত নয়, ওর জনপ্রিয়তা পুরো বিশ্বে। সৌরভ দায়িত্বে এলে ক্রিকেটের ভাল হবে।’’প্রয়াত জগমোহন ডালমিয়ার পুত্র অভিষেকও সম্প্রতি দেখা করেছিলেন ইস্টবেঙ্গল কর্তার সঙ্গে। শোনা যাচ্ছে, আসন্ন সিএবি নির্বাচনে প্রেসিডেন্ট পদে তিনি দাঁড়াতে পারেন সৌরভের বিরুদ্ধে। দেবব্রত বললেন, ‘‘অভিষেক এসেছিলেন কথা বলতে। কিন্তু আমরা জানিয়ে দিয়েছি, প্রেসিডেন্ট পদে সৌরভকেই সমর্থন করব। অন্যান্য পদে কারা বসবেন, তা নিয়ে শীঘ্রই আমাদের মধ্যে আলোচনা হবে।’’
  • Link to this news (আনন্দবাজার)