• ভোটার অধিকার যাত্রায় মোদিকে অশ্রাব্য গালিগালাজ কংগ্রেস কর্মীদের, রাহুলের বিরুদ্ধে মামলা বিজেপির
    প্রতিদিন | ২৯ আগস্ট ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের আইনি বিপাকে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। কংগ্রেস নেতার বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করল বিজেপি। ভোটার অধিকার যাত্রা থেকে কংগ্রেস কর্মীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তাঁর মা-কে যে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছেন, সেটার দায় খোদ রাহুলের উপর চাপিয়ে তাঁর বিরুদ্ধে পাটনায় মামলা দায়ের করেছেন বিজেপি নেতা কৃষ্ণ সিং কাল্লু।

    ‘ভোটচুরি’র অভিযোগে বিহারে দীর্ঘ ১৩০০ কিলোমিটার ‘ভোটার অধিকার যাত্রা’ শুরু করেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। বুধবার রাহুলের যাত্রাপথেরই এক সভামঞ্চ থেকে নরেন্দ্র মোদি এবং তাঁর মা কে জড়িয়ে অশ্রাব্য ভাষায় স্লোগান দেন কংগ্রেস কর্মীরা। সেসময় মঞ্চে নেতৃত্বস্থানীয় কেউ ছিলেন না। কার্যত ফাঁকা মঞ্চের দখল চলে গিয়েছিল সাধারণ কর্মীদের হাতে। কর্মীরাই মঞ্চে উঠে ওই কাণ্ড ঘটান। ওই মঞ্চ থেকে প্রধানমন্ত্রী মোদি এবং মা-কে জড়িয়ে এমন ভাষা ব্যবহার করা হয় যা ছাপার অযোগ্য।

    বিজেপি বলছে, ভোটার অধিকার যাত্রার ওই মঞ্চে যে ভাষায় প্রধানমন্ত্রীকে নিশানা করা হয়েছে সেটা ইতিহাসে কোনওদিন হয়নি। পাটনার বিজেপি নেতা কৃষ্ণ সিং কাল্লু ওই বিষয়ের জন্য পুরোপুরি রাহুল গান্ধীকে দায়ী করছেন। পাটনার গান্ধী ময়দান থানায় একটি মামলা দায়ের করেছেন তিনি। শুধু তাই নয়, রাহুলের ভোটার অধিকার যাত্রাতেও আগামী দিনে বাধা দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। তাঁর বক্তব্য, “প্রধানমন্ত্রীর এই অপমানের পর আর বিহারবাসী কংগ্রেস-আরজেডির কোনও সভা করতে দেবে না।” আগামী দিনে পাটনায় ভোটার অধিকার যাত্রার সমাপ্তি অনুষ্ঠানেও যে অশান্তি হতে পারে, বিজেপি নেতার কথায় সেই ইঙ্গিতও মিলেছে।

    উল্লেখ্য, এই ভোটার অধিকার যাত্রা থেকে নিয়মিত রাহুল গান্ধী প্রধানমন্ত্রী মোদিকে নিশানা করছেন। বিজেপির দাবি, বিরোধী দলনেতার ব্যবহার করা ভাষা থেকে শিক্ষা নিয়েই এই ধরনের অশ্রাব্য কথাবার্তা বলেছেন কর্মীরা। বিহারবাসী এর জবাব দেবে। কংগ্রেস অবশ্য পুরো ঘটনার দায় এড়িয়ে এর নিন্দা করেছে। হাত শিবিরের দাবি, দলের কোনও নেতা প্রধানমন্ত্রীকে নিয়ে অশ্রাব্য গালিগালাজ করেননি। কর্মীরা যে কাণ্ড ঘটিয়েছেন, সেটা নিন্দনীয়।
  • Link to this news (প্রতিদিন)