• মদের আসরে বচসা! হাওড়ায় বন্ধুর হাতে ‘খুন’ যুবক
    প্রতিদিন | ২৯ আগস্ট ২০২৫
  • অরিজিৎ গুপ্ত, হাওড়া: মদের আসরে বচসার জের। যুবককে খুনের অভিযোগ বন্ধুর বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল হাওড়ার লিলুয়ায়। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে দেহ উদ্ধার করে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।

    জানা গিয়েছে, মৃত যুবকের নাম সৌভিক দত্ত। তাঁর বয়স ২৬ বছর। লিলুয়ারই বাসিন্দা তিনি। উঠতি ফুটবলার হিসেবে এলাকায় পরিচিত ছিলেন যুবক। সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে এলাকারই পটুয়াপাড়ায় বন্ধুদের সঙ্গে মদ্যপান করেন তিনি। সেই আসরেই ছিল অমিত রায়চৌধুরী নামে এক যুবক। আচমকাই সৌভিক ও অমিতের মধ্যে বচসা বাঁধে। কথা কাটাকাটি একটা সময়ে চরমে ওঠে। অভিযোগ, সেই সময় ধারালো অস্ত্র দিয়ে যুবককে এলোপাথারি কোপায় অমিত।

    রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন সৌভিক। তাঁকে তড়িঘড়ি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এরপরই খবর দেওয়া হয় থানায়। রাতেই অমিতকে গ্রেপ্তার করে পুলিশ। দেহ পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। মদের আসরে বচসার জেরেই এই খুন, নাকি নেপথ্যে লুকিয়ে অন্য কোনও রহস্য, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তের কঠোরতম শাস্তির দাবিতে সরব মৃতের পরিবারের সদস্যরা। 
  • Link to this news (প্রতিদিন)