বিক্রম রায়, কোচবিহার: বিধানসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে। এই পরিস্থিতিতে কোচবিহারে ফের তৃণমূল কর্মী খুনের অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল এলাকায়। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। শুরু হয়েছে তদন্ত।
জানা গিয়েছে, মৃতের নাম সঞ্জয় রায়। তৃণমূল কর্মী হিসেবে এলাকায় পরিচিত ছিলেন তিনি। বৃহস্পতিবার রাতে কোচবিহারের জোরপাটকি এলাকায় মনসা পুজোর নিমন্ত্রণে গিয়েছিলেন সঞ্জয়। সাড়ে এগারোটা নাগাদ বাড়ি ফিরবেন বলে ঠিক করেন তিনি। সেই সময় ওই পুজোর বাড়িতে দুই ব্যক্তির মধ্যে অশান্তি চলছিল। সঞ্জয় মিটিয়ে নেওয়ার কথা বলতেই অভিযুক্ত অজয় বর্মনের রাগ গিয়ে পড়ে তাঁর উপর। সঙ্গে থাকা ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কোপাতে শুরু করে সঞ্জয়কে। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন যুবক।
তড়িঘড়ি সঞ্জয়কে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত। সত্যিই কি ঝামেলা থামাতে যাওয়ার কারণেই এই পরিণতি? নাকি নেপথ্যে লুকিয়ে অন্য কোনও রহস্য, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।