প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ীর স্নেহের পাত্রী ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় গুরুত্বপূর্ণ সব মন্ত্রকের দায়িত্ব সামলেছিলেন তৃণমূলের এই নেত্রী। পিভি নরসিমা রাও প্রধানমন্ত্রী থাকার সময়েও ক্রীড়া, নারী ও শিশুকল্যাণ মন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এছাড়াও, মনমোহন সিং, নরেন্দ্র মোদী একের পর এক প্রধানমন্ত্রীকে কাছ থেকে দেখেছেন তিনি। এবার প্রধানমন্ত্রীদের নিয়ে একটি বই লিখতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মেয়ো রোডের সভামঞ্চে দাঁড়িয়ে তিনি বলেছেন, অনেক প্রধানমন্ত্রীকেই তিনি দেখেছেন। এবার তিনি একটি বই লিখবেন, কে কেমন ছিলেন। সেই বই বেরবে বইমেলায়।
মুখ্যমন্ত্রী কেবল প্রশাসনিক প্রধান পদের দায়িত্ব দৃঢ়তার সঙ্গে সামলেছেন তা নয়, সাহিত্য-সংস্কৃতি নিয়েও অনেক চর্চা করেন। রাজনৈতিক কর্মের অবসরে তিনি বই লেখেন। বইমেলায় প্রকাশিত হয়েছে তাঁর বহু বই। তাঁর লেখা বইয়ের সংখ্যা প্রায় ১০০-এরও বেশি। সব বইয়ের মধ্যে ‘বেস্টসেলার’ হয়েছে ‘কথাঞ্জলি’ বইটি। এবার মেয়ো রোডের সভায় তাঁর বিশেষ বইয়ের ঘোষণা করেছেন যা মূল বিষয় হল প্রধানমন্ত্রী।
বৃহস্পতিবারের সভায় তিনি বলেন, ‘আমি আটবার কেন্দ্রীয় মন্ত্রী ছিলাম। কখনও রেলমন্ত্রী, কখনও কয়লা, কখনও নারী ও শিশুকল্যাণ মন্ত্রকের দায়িত্ব সামলেছি। অনেক প্রধানমন্ত্রী দেখেছি। এবার একটা বই লিখব। কে কেমন ছিলেন। যাঁকে যেমন দেখেছি, তা নিয়ে লিখব। সব তো লেখা যাবে না। বইমেলায় বেরবে এই বই।’