হু হু করে বেড়েই চলেছে সোনার দাম, কোথায় গিয়ে থামবে?
News18 বাংলা | ২৯ আগস্ট ২০২৫
সোনার দাম লাগাতার বাড়তে থাকায় বাজারে চাপে পড়েছেন ক্রেতারা। বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক পরিস্থিতি ও চাহিদা বৃদ্ধিই এর মূল কারণ। তবে এই ঊর্ধ্বগতি কতদিন চলবে এবং দাম কোথায় গিয়ে থামবে, তাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।
বর্তমানে সোনার বাজারে আগুন। প্রতিদিনই দাম বাড়ছে, ফলে সাধারণ ক্রেতা থেকে শুরু করে বিনিয়োগকারীরা সবাই চিন্তায় পড়েছেন। প্রশ্ন একটাই – সোনার দাম কি আরও বাড়বে, নাকি কিছুদিন পর স্থিতিশীল হবে ?
যুদ্ধ, তেল বাজারে অস্থিরতা এবং বিশ্ব অর্থনীতির মন্দা সোনাকে আরও বেশি নিরাপদ বিনিয়োগ হিসেবে তুলে ধরছে। বাজার বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক পরিস্থিতি স্থিতিশীল না হওয়া পর্যন্ত সোনার দাম বাড়তেই থাকবে। তবে মাঝেমধ্যে সামান্য সংশোধন বা দাম কিছুটা কমতে পারে। দীর্ঘমেয়াদে সোনা এখনও অন্যতম সেরা বিনিয়োগ হিসেবেই ধরা হচ্ছে।
ভারতে সোনার চাহিদা সবসময়ই বেশি। উৎসব, বিয়ে কিংবা বিনিয়োগ—সবক্ষেত্রেই সোনা আমাদের অন্যতম প্রিয় সম্পদ। তবে সোনা কেনার ক্ষেত্রে সবচেয়ে বড় প্রশ্ন থাকে, আজ কিনব, না কি আরও কিছুদিন অপেক্ষা করব? কারণ প্রতিদিনই আন্তর্জাতিক বাজার ও মুদ্রা বিনিময়ের প্রভাবের কারণে সোনার দামে ওঠানামা হচ্ছে।
গত কয়েক মাসে কখনও দাম হু হু করে বেড়ে যাচ্ছে, আবার কখনও হঠাৎ কমে যাচ্ছে। ফলে ক্রেতা ও বিনিয়োগকারীরা প্রায়শই দ্বিধায় পড়ছেন—আজ সোনা কিনবেন নাকি অপেক্ষা করবেন ? লেটেস্ট দাম জেনে সিদ্ধান্ত নিন ৷
শুক্রবার ২৯ অগাস্ট কত হল সোনার দাম ৷ ২২ ক্যারেট সোনার দাম ৯৬৬৫ টাকা হয়েছে ৷ ১৮ ক্যারেটের দাম ৭৯৩৫ টাকা হয়েছে ৷ ১ কেজি রুপোর দাম হয়েছে ১১৭৫১৭ টাকা হয়েছে ৷ সোনা ও রুপো কেনার সময়ে উপরে দেওয়া দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে।
গত কয়েক বছরে যে ভাবে হু হু করে বেড়ে চলেছে সোনালি ধাতুর দাম তার জেরে অনেকেই এখন অন্যান্য বিনিয়োগের মাধ্যমে পাশাপাশি সোনায় বিনিয়োগ করা লাভজনক মনে করেছেন ৷তথ্যসূত্র: স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC) ৷