• RG Kar মামলার তদন্তে KMC-এর ডেপুটি মেয়রের বাড়িতে CBI
    এই সময় | ২৯ আগস্ট ২০২৫
  • Big Breaking: কলকাতা পুরসভার ডেপুটি মেয়রের বাড়িতে সিবিআই। শুক্রবার দুপুরে শ্যামবাজারে ডেপুটি মেয়রের বাড়িতে সিবিআই আধিকারিকরা। আরজি কর কাণ্ডে দুর্নীতির তদন্তের জন্য অতীন ঘোষের বাড়িতে সিবিআই আধিকারিকরা।

    শুক্রবার দুপুর ২টো নাগাদ সিবিআইয়ের দুই জন আধিকারিক অতীন ঘোষের বাড়িতে যান। অতীন ঘোষের এক কর্মী তাঁর বাড়ির নীচে অপেক্ষা করছিলেন। তাঁর সঙ্গে দেখা করে বাড়িতে ঢুকে যান সিবিআইয়ের ২ আধিকারিক। সূত্রের খবর, আগে থেকে অতীন ঘোষকে জানানো হয়েছিল যে সিবিআই আধিকারিকেরা তাঁর বাড়িতে যাবেন।

    আরজি কর-এর ঘটনায় ২টি আলাদা অভিযোগে মামলা দায়ের করা হয়েছিল। একটি হলো ধর্ষণের মামলা, অন্যটি হলো দুর্নীতি সংক্রান্ত মামলা। এই দুর্নীতি সংক্রান্ত মামলাতেই এখনও জেলে আরজি কর-এর তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। সূত্রের খবর, আরজি কর-এর দুর্নীতি সংক্রান্ত মামলা নিয়েই জিজ্ঞাসাবাদের জন্য এ দিন অতীন ঘোষের বাড়িতে গিয়েছেন সিবিআই আধিকারিকরা। তাঁদের হাতে একাধিক ফাইলপত্রও ছিল।

    অতীন ঘোষ কলকাতা পুরসভার ডেপুটি মেয়র এবং কাশীপুর-বেলগাছিয়ার বিধায়ক। এই বিধানসভা এলাকাতেই রয়েছে আরজি কর হাসপাতাল। স্থানীয় বিধায়ক হওয়ায় ওই হাসপাতালের রোগী কল্যাণ সমিতির সঙ্গে যুক্ত ছিলেন অতীন ঘোষ। রোগী কল্যাণ সমিতির বৈঠকে একাধিক সিদ্ধান্ত হয়েছিল, যার সঙ্গে হাসপাতালে দুর্নীতির যোগ পাওয়া গিয়েছে বলে সূত্রের খবর। তবে এ দিন, ঠিক কী কারণে আরজি কর মামলায় অতীন ঘোষকে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই, তা এখনও জানা যায়নি।

  • Link to this news (এই সময়)