'আমি আর পারছি না', বাস চালাতে চালাতেই মাঝরাস্তায় বড় বিপদ, ঘণ্টাখানেকও গেল না, মৃত্যুর কোলে ঢলে পড়লেন চালক...
আজকাল | ২৯ আগস্ট ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: মাঝরাস্তায় বড় বিপদ। ঘণ্টাখানেকেই চরম পরিণতি বাস চালকের। ইতিমধ্যে ঘটনার একটি ভিডিও সামনে এসেছে, যদিও ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজকাল ডট ইন। তবে ওই ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গিয়েছে, এক ব্যক্তি বাসের মধ্যেই অসুস্থ বোধ করছেন। সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্র খবর, ওই ব্যক্তি বাস চালাচ্ছিলেন। মাঝরাস্তায় তিনি অসুস্থ বোধ করার পর, অপর একজনকে গাড়ি চালানোর জন্য অনুরোধ করেন। তিনি বাস চালিয়ে তৎক্ষণাৎ নিকটবর্তী হাসপাতালে যান। তবে শেষরক্ষা হয়নি। মৃত্যু হয়েছে ওই বাস চালকের।
জানা গিয়েছে, মৃত চালকের নাম সতীশ রাও। তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন বলে জানা যায়। জানা গিয়েছে ওই চালক বাস চালিয়ে রাজস্থান থেকে ইন্দোর যাচ্ছিলেন। আচমকা প্রবল অসুস্থ বোধ করেন তিনি। সহ-চালককে তিনি গাড়ি চালাতে অনুরোধ করেন। ওই সহ-চালক ভেবেছিলেন হাসপাতালে নিয়ে যাবেন রাওকে। যদিও তার আগেই তিনি বাসের মধ্যেই অজ্ঞান হয়ে পড়েন এবং মৃত্যুর কোলে ঢলে পড়েন। রাজস্থানের পালির এই ঘটনা ক্যামেরাবন্দী হয়েছে বলেই খবর সূত্রের।
সামনে আসা ওই সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, রাও, ড্রাইভারের পাশে পা আড়াআড়ি করে বসে ছিলেন, সেখানেই তিনি অজ্ঞান হয়ে পড়েন এবং ড্রাইভারের উপর পড়ে যান। পাশে বসা একজন মহিলা গোতা ঘটনাটির সময় ছিলেন। কয়েক সেকেণ্ডের মধ্যেই বাকিরা রাওয়ের দিকে দ্রুত যান, এবং তাঁকে উদ্ধার করেন। সূত্রের খবর, চিকিৎসকরা জানিয়েছেন, রাও হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। যদিও তাঁর পরিবার ময়ন্তদন্ত চাননি বলে জানা গিয়েছে। তবে অনেকের মতে, রাও-এর দূরদর্শীতার কারণেই প্রাণে বেঁচে গিয়েছেন যাত্রীরা। কারণ, তিনি শরীরে সমস্যা বুঝতে পেরেই গাড়ির স্টিয়ারিং হস্তান্তর করেছিলেন। অন্যথায় ঘটে যেত বড় বিপদ।
একই দিনে রাজস্থানের আর একটি মর্মান্তিক ঘটনা সামনে এসেছে। তার কারণ হিসেবে আবার গুগল ম্যাপের বিষয়টি উঠে এসেছে। আগেও এই ঘটনা ঘটেছে। গুগল ম্যাপের দিক নির্দেশ মানতে গিয়ে ভুল রাস্তায় পড়া, দুর্ঘটনার ঘটনা ঘটেছে। একই ঘটনার পুনরাবৃত্তি। জানা গিয়েছে, গুগল ম্যাপ দেখে গাড়ি চালাচ্ছিলেন চালক। গুগল ম্যাপ দেখে গারি গিয়ে দাঁড়ায় বন্ধ সেতুর উপরে। ঘটনায় মৃত্যু হয়েছে তিনজনের। এক শিশুর খোঁজ মিলছে না বলেও জানা গিয়েছে। এই ঘটনাটি ঘটেছে মঙ্গলবার। জানা গিয়েছে ওই গাড়িতে করে একটি পরিবার ঘুরে ফিরছিল।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, দুর্ঘটনাটি ঘটেছে রাজস্থানের চিতোরগড়ে। গুগল ম্যাপ অনুসরণ করে একটি বন্ধ সেতুর কাছে পৌঁছে গিয়েছিল গাড়িটি। বানাস নদীর জলের তোড়ে গাড়িটি নিমিষেই ভেসে যায়। এই দুর্ঘটনায় এক পরিবারের চার সদস্যের মৃত্যু হয়েছে। আরও এক শিশু এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছে।
পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে মঙ্গলবার। ওই পরিবারের সদস্যরা তীর্থ যাত্রায় গিয়েছিলেন। সকলে মিলেই ভিলওয়ারায় ফিরছিলেন। গুগল ম্যাপ অনুসরণ করে রাতে গাড়িটি যাচ্ছিল। সেই গুগল ম্যাপ অনুসরণ করে কালভার্টের কাছে পৌঁছে যায় গাড়িটি। ওই কালভার্ট ও সেতুটিতে যান চলাচল নিষিদ্ধ ছিল। নদীর উপরের ওই সেতু দিয়েই পারাপারের চেষ্টা করছিল পরিবারটি। তখনই ঘটে বিপত্তি।
সোমি- উপরেদা সেতু যান চলাচল যে নিষিদ্ধ, তা চোখে পড়েনি গাড়ির চালকের। তিনি শুধুমাত্র গুগল ম্যাপ অনুসরণ করেই সেতুর উপরে উঠে যান। কয়েক মাস ধরেই ওই সেতু দিয়ে যান চলাচল করে না। যখনই গাড়িটি সেতুর উপরে উঠে যায়, তখনই আটকে পড়ে। এরপর জলের তোড়ে মুহূর্তের মধ্যে ভেসে যায়।