• ছিঁড়ে ফেলা হল রাহুল গান্ধীর ছবি, দলীয় পতাকা হাতে রাজ্য প্রদেশ কংগ্রেস দপ্তরে বিজেপি সমর্থকদের তাণ্ডবের অভিযোগ...
    আজকাল | ২৯ আগস্ট ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: সঙ্গে দলীয় পতাকা। সেইসঙ্গে হাতে বড় বড় লাঠি। মুখে স্লোগান 'জয় শ্রীরাম'। শুক্রবার সকালে একদল বিজেপি সমর্থকরা তাণ্ডব চালালেন রাজ্য প্রদেশ কংগ্রেস দপ্তরে। লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর পোস্টার ধংসের পাশাপাশি যেখানে যেখানে 'ভোট চুরি'র অভিযোগ নিয়ে প্রতিবাদ জানানো হয়েছে সেই সম্পর্কিত ব্যানার ও পোস্টার বিজেপির এই সমর্থকরা ছিঁড়ে ফেলে দেন বলে অভিযোগ। দপ্তরের সামনে ছেঁড়া পোস্টার জালিয়ে দেওয়া হয়। সেইসময় ভিতরে থাকা অল্প সংখ্যক কংগ্রেস কর্মীরা এর প্রতিবাদে এগিয়ে আসেন। তৈরি হয় রীতিমতো মারামারির পরিস্থিতি। 

    গোটা ঘটনার নিন্দা জানিয়ে রাজ্য প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সৌম্য আইচ রায় বলেন, 'রাজনীতিতে দেউলিয়া না হলে কেউ একাজ করে না। গোটা দেশে কংগ্রেস যেহেতু বিজেপির চুরি ধরছে তাই তাদের রাগ আমাদের দলের উপর। এই কাজ করার জন্য এমন একটা সময় তারা বেছে নিয়েছে যখন দপ্তর ফাঁকা ছিল। আমরা রাজ্য প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি দোষীদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয়।' বিষয়টি নিয়ে নিন্দা জানিয়েছে তৃণমূল কংগ্রেস। দলের প্রাক্তন রাজ্যসভা সাংসদ কুণাল ঘোষ বলেন, 'তীব্র নিন্দা করছি এই ঘটনার। এরাজ্যে যেমন বিজেপির বিরুদ্ধে তৃণমূল লড়াই করছে তেমনি অন্যান্য রাজ্যে যে যেখানে শক্তিশালী তারাও বিজেপির বিরুদ্ধে লড়াই করছে। তাদের মধ্যে কংগ্রেসও আছে। সেইসঙ্গে এটাও দেখতে হবে বিজেপির এই পদক্ষেপ রাজ্যে কংগ্রেসকে আবার প্রাসঙ্গিক করে দেওয়ার চেষ্টা কিনা।'

    এই ঘটনায় রাকেশ সিং নামে বিজেপির এক স্থানীয় নেতার বিরুদ্ধে অভিযোগ উঠেছে বলে জানা গিয়েছে। ঘটনার পর রাজ্য প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার একটি চিঠি লেখেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্যকে। যেখানে তিনি ঘটনা নিয়ে বিজেপি সভাপতির ব্যাখ্যা চেয়ে বলেন, সকালে যখন দপ্তর খোলা ছিল না তখন চোর বা কাপুরুষের মতো বিজেপির 'সমাজবিরোধী' কিছু কর্মী ও নেতা 'বিধান ভবন'-এ ঢুকে কংগ্রেস নেতৃত্বের ছবি নষ্ট করার পাশাপাশি কংগ্রেসের সম্পত্তিও নষ্ট করেছে। পাশাপাশি কংগ্রেসের রাজ্য সভাপতি অভিযুক্ত বিজেপি নেতা রাকেশ সিংয়ের দিকে আঙুল তুলে চিঠিতে শমীককে বলেন, এই ঘটনার পরেও যদি বিজেপি রাকেশ সিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা না নেয় বা পুলিশ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ না করে তবে রাজ্যজুড়ে কংগ্রেস কর্মীদের ক্ষোভ কোন জায়গায় যাবে সেটা তাঁর বা কোনো কংগ্রেস নেতৃত্বের কিন্তু জানা নেই। 

    ঘটনার ব্যাখ্যায় রাজ্য সিপিএম নেতা কৌস্তুভ চ্যাটার্জি বলেন, 'এটাই বিজেপির আসল রূপ। গণতান্ত্রিক দেশে প্রতিবাদ বা আন্দোলন হওয়াটাই স্বাভাবিক। কিন্তু বিজেপি এই জিনিসে বিশ্বাসী নয়। এর আগে এরা আমাদের এ কে গোপালন ভবনেও হামলা চালিয়েছিল। এখন কংগ্রেসের অফিসে হামলা চালালো। এটাই হল বিজেপির আসল সংস্কৃতি।' 

    গোটা বিষয়টি নিয়ে রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্যর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন,'আমার বিষয়টি ঠিকমতো জানা নেই। তবে এটুকু বলতে পারি কোনও রাজনৈতিক দলের দপ্তরে গিয়ে হামলা কিন্তু বিজেপি কখনই অনুমোদন করে না।'
  • Link to this news (আজকাল)