• উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ ও চামোলিতে মেঘভাঙা বৃষ্টি, নিখোঁজ অন্তত আটজন, চলছে উদ্ধারকাজ
    বর্তমান | ২৯ আগস্ট ২০২৫
  • দেরাদুন, ২৯ আগস্ট: প্রকৃতির রোষে ফের তছনছ ‘দেবভূমি’ উত্তরাখণ্ড। বৃহস্পতিবার মধ্যরাতে রাজ্যের রুদ্রপ্রয়াগ ও চোমোলি জেলায় মেঘভাঙা বৃষ্টি হয়। যার ফলে ভেঙে পড়েছে বহু ঘরবাড়ি। ধ্বংসস্তূপের নীচে অনেকে চাপা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এখনও পর্যন্ত অন্তত আটজনের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। জখম হয়েছেন আরও বেশ কয়েকজন। রাস্তা ধসে যাওয়ায় সমস্যা গভীর হয়েছে। বিপর্যস্ত এলাকায় ইতিমধ্যে উদ্ধারকাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি।

    খবরে প্রকাশ, দেওয়ালের মোপাতা এলাকায় তারা সিং এবং স্ত্রী নিখোঁজ। জখম হয়েছেন জনৈক বিক্রম সিং ও তাঁর স্ত্রী। তাঁদের গোয়ালঘরটি ভেঙে পড়েছে। তার নীচে চাপা পড়েছে ১৫ থেকে ২০টি গবাদি পশু।

    রাজ্যের বিভিন্ন স্থানে মেঘভাঙা বৃষ্টির ব্যাপক প্রভাব পড়েছে। রুদ্রপ্রয়াগ জেলায় ছ’জন নিখোঁজ। ক্রমশ বেড়ে চলেছে অলকানন্দা ও মন্দাকিনী নদীর জলস্তর। কেদারনাথ ভ্যালির একটি গ্রামে গাড়ি চলাচলের একটি ব্রিজ জলের তোড়ে ভেসে গিয়েছে। বহু এলাকায় পরিস্থিতি ক্রমশ ঘোরাল হচ্ছে। নদীর জল আবাসিক এলাকায় প্রবেশ করতে শুরু করেছে।  ক্ষতিগ্রস্ত বাড়িগুলির বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিতে বাধ্য হয়েছে প্রশাসন। রুদ্রপ্রয়াগের হনুমান মন্দির জলে ডুবে গিয়েছে।
  • Link to this news (বর্তমান)