কলকাতা, ২৯ আগস্ট: একের পর এক দিন পার হয়ে গেলেও বদল হল না ছবিটা। ভোগান্তি অব্যাহত কলকাতা মেট্রোয়। আজ, শুক্রবার সকালের ব্যস্ত সময়েও শহিদ ক্ষুদিরাম (বৃজি) থেকে দক্ষিণেশ্বর লাইনে সময়মতো মেট্রো চলছে না বলে অভিযোগ যাত্রীদের। যার জেরে দমদমে কর্তব্যরত মেট্রোর কর্মীদের সঙ্গে কয়েকজন ক্ষুব্ধ যাত্রীর উত্তপ্ত বাক্য বিনিময়ের দৃশ্য ধরা পড়েছে ক্যামেরায়।
কলকাতার লাইফলাইন বলা হয় মেট্রোকে। পাতালপথে আরামে সফরের দিন বহু আগেই শেষ হয়ে গিয়েছে। সম্প্রতি ইস্ট-ওয়েস্ট মেট্রো চালু হওয়ার পরে সবথেকে পুরনো এই পথে ভিড়ের চাপ অনেকটা বেড়েছে বলে মত নিত্যযাত্রীদের। তাঁদের অভিযোগ, প্রবল ভিড় হওয়ায় আজ সকালেও মেট্রোর দরজা বন্ধ করতে হিমশিম অবস্থা হয় মোটরম্যানদের। দীর্ঘক্ষণ সময় লেগে যাচ্ছে। যার ফলে প্রতিটি স্টেশনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকছে গাড়ি। চরম ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে সবাইকে।
সূত্রের খবর, কবি সুভাষ (নিউ গড়িয়া) মেট্রো স্টেশনে বিপর্যয়ের পর সমস্যা ক্রমশ বাড়ছে। মেট্রো রেক ঘোরানোর জায়গা টালিগঞ্জ ও নিউ গড়িয়া। যাত্রীদের অভিযোগ, মাঝেমধ্যেই মেট্রো রেক টালিগঞ্জ পর্যন্ত যাচ্ছে। সেখান থেকেই ঘোরানো হচ্ছে। যার ফলে টালিগঞ্জ থেকে বৃজি এলাকার যাত্রীদের জন্য সমস্যা বাড়ছে। যদিও মেট্রো কর্তৃপক্ষের দাবি, মাঝেমধ্যে হয়তো একটি ট্রেন টালিগঞ্জ দিয়ে ঘোরানো হচ্ছে।