প্রতিবাদ করায় হাওড়ায় খুন হতে হল যুবককে, গ্রেপ্তার দুই
বর্তমান | ২৯ আগস্ট ২০২৫
নিজস্ব প্রতিনিধি, হাওড়া: মারধরের প্রতিবাদ করতে প্রাণ গেল এক যুবককে। বৃহস্পতিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে হাওড়ার লিলুয়া থানা এলাকার পটুয়াপাড়ায়। মৃতের নাম সৌভিক দত্ত (২৪)।
পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্থানীয় একটি ক্লাবে গণেশ পুজোর প্রসাদ বিতরণ করা হচ্ছিল। রাত সাড়ে বারোটা নাগাদ মন্ডপের বাইরে এলাকার দুই যুবক অমিত রায়চৌধুরী ও টুনটুন রায়ের মধ্যে বচসা শুরু হয়। টুনটুনকে মারধর করতে শুরু করে অমিত। তা দেখে আটকাতে যান সৌভিক। অভিযোগ, সে সময় সৌভিকের ওপর চড়াও হয়ে তাঁকে গালিগালাজ করতে শুরু করে অভিযুক্ত যুবক। এনিয়ে দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। সেইসময় আচমকা পকেট থেকে একটি ছুরি বের করে সৌভিকের গলায় কোপ বসায় অমিত। রক্তাক্ত অবস্থায় সেখানেই লুটিয়ে পড়েন সৌভিক। স্থানীয়রা তাঁকে হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি। প্রতিবাদী সৌভিককে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।
এই ঘটনায় মূল অভিযুক্ত অমিত ও অপর ব্যক্তি টুনটুন উভয়কেই গ্রেপ্তার করেছে লিলুয়া থানার পুলিস। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকায় অত্যন্ত ভদ্র ও পরোপকারী হিসেবেই পরিচিত ছিলেন সৌভিক। অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন বাসিন্দারা। পুলিস জানিয়েছে, দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।