• আমডাঙায় গয়নার দোকানে চুরির কিনারা,  গ্রেপ্তার ‘পিএইচডি ’ চোর
    বর্তমান | ২৯ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বারাসত: মাত্র ৪৮ ঘণ্টা। তার মধ্যে আমডাঙায় গয়নার দোকানে সোনার আংটি চুরির কিনারা করল পুলিস। জালে ধরা পড়েছে চোর। ধৃতের পড়াশোনার ডিগ্রি দেখে রীতিমতো চক্ষু চড়কগাছ তদন্তকারীদের। শুধুমাত্র বিএ বা মাস্টার্স ডিগ্রি নয়, করেছেন গবেষণা! নাম নির্মাল্য ভাদুড়ি। বাড়ি দক্ষিণেশ্বরে। পিএইচডি ডিগ্রি আছে ধৃত নির্মাল্যর। তাঁর থেকে চোরাই সোনার গয়না কেনার অভিযোগে হুগলির উত্তরপাড়া থেকে শেখ আব্দুল আজিম নামে এক ব্যবসায়ীকেও গ্রেপ্তার করেছে পুলিস।

    আমডাঙার গয়নার দোকানে চুরির ঘটনার তদন্তের অগ্রগতি নিয়ে শুক্রবার আমডাঙা থানায় সাংবাদিক বৈঠক করেন বারাসতের এসডিপিও আজিঙ্কে বিদ্যাগর অনন্ত। তিনি জানান, গত ২৭ আগস্ট গাদামারাহাটের কাছে একটি সোনার দোকানে যান নির্মাল্য। সেখানে নিজেকে স্কুল শিক্ষক পরিচয় দেন। স্কুলের কন্যাশ্রী প্রকল্পের একটি সোনার আংটি কেনার কথা বলেন। দোকানদার যখন আংটি দেখাচ্ছিলেন, সে সময় সুযোগ বুঝে একটি চুরি করে নেন নির্মাল্য। সেটি বিক্রি করেন হুগলির উত্তরপাড়ার ব্যবসায়ীকে।

    তদন্তে নেমে পুলিস জানতে পেরেছে, কলকাতার একাধিক থানায় নির্মাল্যর নামে মামলা রয়েছে। আসলে মানসিকভাবে সে চুরির পেশায় পটু।
  • Link to this news (বর্তমান)