‘রাজনৈতিক জীবনে এর থেকে নীচে নামা সম্ভব নয়’, রাহুলকে কড়া আক্রমণ অমিত শাহের
প্রতিদিন | ২৯ আগস্ট ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোটার অধিকার যাত্রাকে কেন্দ্র করে তুঙ্গে কংগ্রেস ও বিজেপির সংঘাত। দিন দুয়েক আগে বিহারে যাত্রা চলাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিক ছাপার অযোগ্য ভাষায় আক্রমণ করেন কংগ্রেসের একাংশ নেতা-কর্মীরা বলে অভিযোগ। এই প্রেক্ষাপটে শুক্রবার রাহুল গান্ধীকে আক্রমণ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
এদিন রাহুলকে বিঁধে শাহ বলেন, “দু’দিন আগে যা হয়েছে তাতে সকলেই দুঃখিত। মোদিজির মা নিজে অত্যন্ত সাধারণ জীবনযাপন করে ছেলেকে বিশ্বমঞ্চে একজন বিশ্বাসী নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। এমন একজন মানুষকে কুৎসিত ভাষায় আক্রমণ, দেশের মানুষ সহ্য করবে না। নিজের রাজনৈতিক জীবনে এর থেকে নীচে নামা কারওর পক্ষে সম্ভব নয়। আমি এর নিন্দা করছি।” তিনি আরও বলেন, “আমি রাহুল গান্ধীকে অনুরোধ করছি, আপনার একটুও লজ্জা থাকলে মোদিজি এবং তাঁর মৃত মায়ের কাছে ক্ষমা চান। দেশের মানুষের কাছেও ক্ষমা চান। ভগবান সকলকে বুদ্ধি দিন।”