• সিবিআই পরিচয়ে প্রাক্তন মার্চেন্ট নেভি অফিসারকে ডিজিটাল অ্যারেস্ট! কোটি টাকা হাতিয়ে নিল প্রতারকরা
    প্রতিদিন | ২৯ আগস্ট ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিবিআই সেজে তল্লাশি চালিয়ে টাকা থেকে গহনা, উদ্ধার করে ভোগ করছে অপরাধীরা। এ তো হিন্দি সিনেমার খুব চেনা গল্প। এবার বাস্তবে ফোনে সিবিআই আধিকারিকের পরিচয় দিয়ে প্রতারকরা হাতিয়ে নিল ১ কোটি ২৯ লক্ষ টাকা। হ্যাঁ, এমনটাই ঘটে গেল লখনউয়ের এক প্রাক্তন মার্চেন্ট নেভি অফিসারের সঙ্গে। অভিযোগ, টানা ছয়দিন সাইবার অ্যারেস্টের শিকার হন ১০০ বছর বয়সী ওই বৃ্দ্ধ হরদেব সিং। গত সপ্তাহেই একটি অজানা নম্বর থেকে ফোন পান তিনি। ফোনে নিজেদের সিবিআই আধিকারিক বলে দাবি করে প্রতারকরা। বৃদ্ধ জানান, আর্থিক তছরুপের অভিযোগ রয়েছে ফোনে দাবি করেন তথাকথিত সিবিআই আধিকারিকরা।

    বৃদ্ধকে ডিজিটাল অ্যারেস্ট করে ব্যাঙ্কের সমস্ত তথ্য দিতে বাধ্য করে প্রতারকরা। তাঁকে একা থাকতে বাধ্য করা হয়। সবসময় ফোনে কথা বলতে বাধ্য করা হয়, যাতে তিনি কাউকে বিষয়টি জানাতে না পারেন। ঘণ্টাখানেক পর, হরদেব সিংয়ের ছেলে বাড়ি ফিরলে তাঁকেও ডিজিটাল আ্যারেস্ট করে প্রতারকরা। ‘অ্যাকাউন্ট ভেরিফিকেশনের’ জন্য বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাও পাঠাতে বলা হয়। প্রতারকরা তাঁকে আশ্বাস দেন সব টাকাই ফেরত দেওয়া হবে। হরদেব সিংয়ের ছেলে ভয় পেয়ে মোট ১ কোটি ২৯ লক্ষ টাকা প্রতারকদের পাঠিয়ে দেন। টাকা ফেরত না আসায়, তিনি জাতীয় সাইবার হেল্পলাইন নম্বর ১৯৩০ নম্বরে অভিযোগ জানিয়েছেন। অভিযোগ পেয়েই প্রতারণা চক্রের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ। দেশের নানা প্রান্ত থেকে নিয়মিতই এইরকম প্রতারণার অভিযোগ সামনে এসেছে। ইতিমধ্যেই সাইবার প্রতারণা বিষয়টিকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে সরকার। সাধারণ মানুষকে সতর্ক করার লক্ষ্যে প্রচার চালাচ্ছে প্রশাসন ও ব্যাঙ্কগুলি।
  • Link to this news (প্রতিদিন)