• ‘আরএসএস তো নিজেই অবিবাহিতদের সেনা’, সংঘপ্রধানের ৩ সন্তান নীতি নিয়ে পালটা কংগ্রেস নেতার
    প্রতিদিন | ২৯ আগস্ট ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের জনসংখ্যার হার ঠিক রাখতে সব হিন্দু দম্পতির উচিত ৩ সন্তান নেওয়া। একদিন আগেই সংঘের এক অনুষ্ঠানে দাঁড়িয়ে নিদান দিয়েছিলেন সরসংঘপ্রধান মোহন ভাগবত। সেই নিদানের পালটা দিতে গিয়ে আবার বিতর্কে জড়ালেন কংগ্রেস নেতা অজয় রাই। তাঁর বক্তব্য, “আরএসএস তো নিজেই অবিবাহিতদের সেনা। ওদের আমজনতাকে জ্ঞান দেওয়া সাজে না।”

    রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ১০০ বছর সংক্রান্ত এক অনুষ্ঠানে বৃহস্পতিবার মোহন ভাগবত বলেন, “ভারতের জনসংখ্যা নীতিতে ২.১ সন্তান জন্মের পরামর্শ দেওয়া হয়। তবে, এর অর্থ একটি পরিবারে দু’টি নয় তিনটি সন্তান থাকা উচিত। প্রতিটি নাগরিকের লক্ষ্য হওয়া উচিত তার পরিবারে যেন তিন সন্তান থাকে।”

    সংঘপ্রধানের ওই নিদান নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে কংগ্রেস নেতা অজয় রাই রীতিমতো বেফাঁস মন্তব্য করে বসেছেন। তাঁর বক্তব্য, “আরএসএস তো নিজেই অবিবাহিতদের সেনা। লোককে নিদান দেওয়ার আগে নিজেদের দিকটাও দেখা উচিত।” ওই কংগ্রেস নেতার বক্তব্য, আরএসএস প্রধান যদি দেশের জনসংখ্যা নিয়ে এতই উদ্বিগ্ন হয়ে থাকেন তাহলে সংঘের সদস্যদের বিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। ওনার উচিত সংঘের অন্দরে সব নেতাদের বিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া। কংগ্রেস নেতার ওই মন্তব্যের তীব্র বিরোধিতা করেছে বিজেপি। এই মন্তব্যকে ‘নিম্নস্তরে’র বলে দাবি করেছেন বিজেপির এক মুখপাত্র।

    এই অজয় রাই রীতিমতো প্রথম সারির কংগ্রেস নেতা। বারাণসীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে লড়েছেন তিনি। বেশ ভালো লড়াইয়ের মুখেও ফেলেছেন প্রধানমন্ত্রীকে। আবার উত্তরপ্রদেশ কংগ্রেসের সভাপতিত্বও করেছেন। এ হেন নেতার এই মন্তব্যে স্বাভাবিকভাবেই বিতর্ক বাড়ছে।
  • Link to this news (প্রতিদিন)