অরিজিৎ গুপ্ত, হাওড়া: হাওড়ায় মালদহের শ্রমিকের রহস্যমৃত্যু। ইস্ট ওয়েস্ট বাইপাসে চ্যাটার্জিপাড়া মোড়ের কাছে রেল ওভারব্রিজের নিচ থেকে উদ্ধার যুবকের মুন্ডু কাটা দেহ। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল এলাকায়। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। শুরু তদন্ত।
জানা গিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে ইস্ট ওয়েস্ট বাইপাসে চ্যাটার্জিপাড়া মোড়ের কাছে রেল ওভারব্রিজের নিচে মুন্ডহীন দেহটি পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে শালিমার জিআরপি দেহটি উদ্ধার করে। এরপরই জানা যায়, মৃত যুবকের নাম আলি হোসেন। তিনি মালদহের হরিশচন্দ্রপুরের বাসিন্দা। আগে ভিনরাজ্যে কাজ করতেন তিনি। পরে হাওড়ার আমতায় এসেছিলেন রাজমিস্ত্রির কাজের জন্য। হাওড়াতেই থাকতেন তিনি।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, আলি হোসেন রেললাইন ধরে হেঁটে টিকিয়াপাড়া স্টেশনের দিকে যাচ্ছিলেন। ওই সময়ই ট্রেন চলে আসে লাইনে। কিছু বুঝে ওঠার আগেই ঘটে বিপদ। ট্রেনের ধাক্কায় কাটা পড়েন যুবক। শরীর থেকে আলাদা হয়ে যায় মুন্ড। তবে দুর্ঘটনাতেই মৃত্যু কি না, তা নিয়ে এখনও নিশ্চিত নয় পুলিশ। দেহ ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। যোগাযোগ করা হচ্ছে মৃতের পরিবারের সদস্যদের সঙ্গে।