• দু’দিন নিখোঁজ থাকার পর কচুরিপানার ঝোপে উদ্ধার টোটোচালকের দেহ, চাঞ্চল্য জলপাইগুড়িতে
    প্রতিদিন | ২৯ আগস্ট ২০২৫
  • শান্তনু কর, জলপাইগুড়ি: নিখোঁজ টোটোচালকের মৃতদেহ উদ্ধার কচুরিপানার ঝোপ থেকে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে, জলপাইগুড়ি শহর সংলগ্ন খড়িয়া গ্রাম পঞ্চায়েতের নামাজি পাড়া এলাকায়। মৃতের নাম শীতল রায়। পুলিশের অনুমান, ওই ব্যক্তিকে ‘খুন’ করে কচুরিপানার আড়ালে দেহ লুকিয়ে রাখা হয়েছিল। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

    জানা গিয়েছে, নামাজিপাড়া এলাকাতেই বাড়ি ও ব্যক্তির। তিনি এলাকায় টোটো চালিয়ে সংসার চালাতেন। গত দু’দিন ধরে শীতল রায়ের খোঁজ পাওয়া যাচ্ছিল না। তাঁর টোটোটিরও সন্ধান মিলছিল না বলে খবর। জলপাইগুড়ির কোতোয়ালি থানায় নিখোঁজের অভিযোগও দায়ের করা হয়। বিভিন্ন জায়গায় খোঁজখবর শুরু হয়। আজ, শুক্রবার দুপুরে ক্যানেলের পাশে কচুরিপানার মধ্যে একটি মৃতদেহের অংশ দেখা যায়। সেই দেখেই চাঞ্চল্য ছড়ায় স্থানীয়দের মধ্যে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

    সেটি উদ্ধার করলে দেখা যায় ওই মৃতদেহ নিখোঁজ টোটোচালক শীতল রায়ের। পরিবারের লোকজনও মৃতদেহ শনাক্ত করে। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, টোটোটি ছিনতাই করা হয়েছে। টোট ছিনতাইয়ের জন্যই ছিনতাইকারীরা তাঁকে ‘খুন’ করেছে। এরপর মৃতদেহ ওই ক্যানেলের কচুরিপানার আড়ালে লুকিয়ে পালিয়ে যায়। মৃতদেহ উদ্ধার করে কোতোয়ালি থানার পুলিশ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। দেহ উদ্ধারের পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। কে বা কারা ঘটনায় জড়িয়ে, সেই বিষয়টি জানার জন্য পুলিশ বিভিন্ন জায়গায় খোঁজখবর শুরু করেছে। 
  • Link to this news (প্রতিদিন)