• অভয়ার বাবার বিরুদ্ধে মানহানির মামলা কুণালের, ১১ সেপ্টেম্বর হাজিরার নির্দেশ
    প্রতিদিন | ২৯ আগস্ট ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইনজীবীর চিঠির পর এবার অভয়ার বাবার বিরুদ্ধে মানহানির মামলা করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। এক্স হ্যান্ডেলে নিজেই এই সংক্রান্ত চিঠি পোস্ট করেছেন তিনি। জানা যাচ্ছে, আগামী ১১ সেপ্টেম্বর আদালতে হাজিরা দিতে হবে অভয়ার বাবাকে।

    গত ৯ আগস্ট বিজেপির নেতৃত্বাধীন নবান্ন অভিযান ‘চূড়ান্ত ফ্লপ’ হওয়ার পর সংবাদমাধ‌্যমকে অভয়ার বাবা বলেন, “সিবিআই টাকা খেয়ে তদন্ত নষ্ট করেছে। রাজ‌্য সরকার টাকা দিয়েছে। কুণাল ঘোষ সিজিওতে গিয়ে সেটল করেছে।” এমনই আপত্তিকর মন্তব্যের প্রতিবাদ জানিয়ে কুণাল ঘোষের আইনজীবী অয়ন চক্রবর্তী বেশ কয়েকদিন আগে আইনি নোটিস পাঠান অভয়ার বাবাকে। এক প্রশ্নের উত্তরে অয়ন জানিয়েছিলেন, “চিঠি পাওয়ার চারদিনের মধ্যে উনি যদি সাংবাদিক বৈঠক করে ক্ষমা না চান, তা হলে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।”

    এবার মামলার পথে হাঁটলেন কুণাল ঘোষ। শুক্রবার সকালে এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, “অভয়ার বাবার মিথ্যা, মানহানিকর বিবৃতির প্রতিবাদে আমার আইনজীবী অয়ন চক্রবর্তীর চিঠির পর এবার মামলা করলাম। ব্যাঙ্কশাল কোর্টে মাননীয় 15th বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের এজলাস থেকে নোটিস ইস্যু। এখনকার নিয়ম অনুযায়ী ১১ সেপ্টেম্বর সকাল সাড়ে দশটায় ওঁকে বা ওঁর আইনজীবীকে উপস্থিত থাকতে বলা হয়েছে।”
  • Link to this news (প্রতিদিন)