ওবিসি অধিকার মঞ্চের মিছিল ঘিরে কলেজ স্ট্রিটে ধুন্ধুমার!
প্রতিদিন | ২৯ আগস্ট ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওবিসি অধিকার মঞ্চের মিছিল ঘিরে কলেজ স্ট্রিটে ধুন্ধুমার। শুরু পুলিশি ধরপাকড়। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে বিজেপি কর্মীরা। রাস্তাতেই বসে পড়েন পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো-সহ অন্যান্য বিজেপি নেতারা। সংযমের পরিচয় দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
শুক্রবার দুপুর ১২টায় কলেজ স্কোয়ার থেকে মিছিলের ডাক দেওয়া হয়। যদিও পুলিশের তরফে এই কর্মসূচির অনুমতি দেওয়া হয়নি। অনুমতি ছাড়াই রাস্তায় নামেন বিজেপির কর্মী-সমর্থকরা। পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন জ্যোতির্ময়। পুলিশ রাস্তা ছেড়ে দিতে বললেও, উল্টে রাস্তায় বসে পড়েন তাঁরা। বৃহস্পতিবার, হিন্দু ওবিসিদের বঞ্চিত করার অভিযোগ তুলে সাংবাদিক সম্মেলন করে ওবিসি অধিকার রক্ষা মঞ্চ এবং বিজেপি-র পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। এখান থেকেই শুক্রবার বিধানসভা অভিযানের ডাক দেওয়া হয়। যদিও এই অভিযানের পিছনে বিজেপি-র মদত থাকার অভিযোগ অস্বীকার করেন মাহাতো।
প্রসঙ্গত, বৃহস্পতিবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সভা থেকে ওবিসি মামলা নিয়ে বিরোধীদের আক্রমণ শানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ছাত্রছাত্রীদের ভবিষ্যতের প্রসঙ্গ তুলে তিনি বলেন, “আমরা সুপ্রিম কোর্টে গিয়ে নির্দেশে স্থগিতাদেশ আদায় করি। যেদিন অনুমতি পেয়েছি, তার একঘণ্টার মধ্যে সরকার ভর্তি প্রক্রিয়া চালু করেছে।” একই প্রসঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, “জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট বের করতে আমাদের সময় লেগেছে। এর জন্য আমরা দুঃখিত। কিন্তু এতে আমাদের দোষ নেই। যারা কোর্টে গিয়ে কেস করে তারা দু’নম্বরি। তোমরা রাজনীতি পারো না, ব্যাকডোরে লড়াই করে নিয়োগ আটকে রাখো।”