• কারখানার ভিতরে উদ্ধার রক্তাক্ত মহিলার দেহ, লেদার কমপ্লেক্স এলাকায় চাঞ্চল্য
    প্রতিদিন | ২৯ আগস্ট ২০২৫
  • দেবব্রত মণ্ডল, বারুইপুর: কারখানা থেকে উদ্ধার হল এক মহিলা শ্রমিকের রক্তাক্ত দেহ। নিহত মহিলার নাম বিলকিস বিবি (৩৯)। কলকাতার লেদার কমপ্লেক্সের মধ্যেই ঘটনাটি ঘটেছে। কমপ্লেক্সের দুই নম্বর গেটের ছয় নম্বর প্লটের কাছে, রাস্তার উপর রক্তাক্ত অবস্থায় ওই মহিলাকে পড়ে থাকতে দেখা যায়। মৃতদেহ দেখে পুলিশকে খবর দেয় অনান্য শ্রমিকরা। ঘটনার তদন্তে নেমেছে লেদার কমপ্লেক্স থানার পুলিশ। নিহতের স্বামীর প্রথম পক্ষের ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। স্থানীয় মানুষ এবং পুলিশ সূত্রে খবর, কুপিয়ে খুন করা হয়েছে ওই মহিলাকে। শরীরে একাধিক জায়গায় ধারালো অস্ত্রের চিহ্ন দেখা গিয়েছে।

    বৃহস্পতিবার রাতে এই ঘটনার পরেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। গত পাঁচ বছর ধরে লেদার কমপ্লেক্সের একটি ট্যানারিতে কাজ করতেন বিলকিস। পাশের ট্যানারিতেই কাজ করেন তাঁর স্বামী করিম গাজি। করিম গাজির দ্বিতীয় স্ত্রী ছিলেন বিলকিস। ভাঙড়ের ঘটকপুকুরে ভাড়া বাড়িতে থাকতেন ওই দম্পতি। প্রতিদিনের মতো এদিনও স্বামী-স্ত্রী একসঙ্গে কাজে আসেন। কাজ শেষে বাড়ি ফেরার পথে হঠাৎই মহিলার চিৎকার শুনতে পান অন্যান্য শ্রমিকরা। বাইরে এসে ওই মহিলাকে রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন তাঁরা। পাশের কারখানা থেকে আসেন স্বামী করিম গাজিও। আশঙ্কাজনক অবস্থায় ওই মহিলাকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। করিমকে হাসপাতাল থেকে আটক করে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

    করিম গাজিকে জেরা করার পরে তাঁর প্রথম পক্ষের বউ রেহেনা বিবি ও ছেলে রোহিত গাজির খোঁজ পায় পুলিশ। রোহিতকে গ্রেপ্তার করলেও রেহেনা পালিয়েছে বলে জানা গিয়েছে। রোহিতকে উত্তর ২৪ পরগনার হাড়োয়া থেকে গ্রেপ্তার করা হয়েছে। স্বামীর দ্বিতীয় বিয়ে করা থেকেই সমস্যার সূত্রপাত বলে মনে করছে পুলিশ।
  • Link to this news (প্রতিদিন)